• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

৬ মাস থেকে ৫ বছরের শিশুরা ভিটামিন-এ খাবে প্রসূতিকেও খেতে হবে

৬ মাস থেকে ৫ বছরের শিশুরা

ভিটামিন-এ খাবে প্রসূতিকেও খেতে হবে

: মোস্তফা কামাল :

আগামী ১১ জানুয়ারি শনিবার কিশোরগঞ্জসহ সারাদেশে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ‘ভিটামিন-এ প্লাস’ ক্যাম্পেইন করা হবে। কিশোরগঞ্জের ১৩ উপজেলার দুই হাজার ৯২৬টি টিকা কেন্দ্রে এদিন ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের ৫ লাখ ১৬ হাজার ৪০০ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সের ৬৩ হাজার ৪০০ শিশুকে একটি করে নীল ক্যাপসুল, আর ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৫৩ হাজার শিশুকে একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। কিশোরগঞ্জে এই দুই গ্রুপের প্রতিটি শিশুর ভিটামিন-এ ক্যাপসুল প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ৭ জানুয়ারি মঙ্গলবার জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে প্রেসব্রিফিং করেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। এতে বলা হয়, জন্মের পর ৬ মাস পর্যন্ত শিশুদের মায়ের দুধের বাইরে অন্য কোন খাবার দেওয়া যায় না। এসব শিশু মায়ের দুধ থেকেই প্রয়োজনীয় ভিটামিন-এ পেয়ে থাকে। কাজেই প্রসূতি মায়েদেরকে সন্তান জন্ম দেয়ার ৪২ দিনের মাথায় ভিটামিন-এ খাওয়াতে হবে। এসময় আরো বক্তব্য রাখেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সজল কুমার সাহা, হাসপাতালের উপ-পরিচালক ডা. সুলতানা রাজিয়া, শিশু বিশেষজ্ঞ ডা. মো. মহসীন, জেলা বিএমএ সম্পাদক ডা. এমএ ওয়াবাহ বাদল, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাজরিনা ও ডা. আতিকুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *