• সোমবার, ১৩ মে ২০২৪, ০৩:১৬ পূর্বাহ্ন |
  • English Version

কুলিয়ারচরে স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকদের বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে নৌকা সমর্থকদের হামলা-ভাংচুর-লুটপাটের অভিযোগ

কুলিয়ারচরে স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকদের
বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে নৌকা সমর্থকদের
হামলা-ভাংচুর-লুটপাটের অভিযোগ

# মোস্তাফিজ আমিন :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরের ফরিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকদের ১৫/২০টি বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে নৌকা প্রার্থীর সমর্থকরা। হামলায় ব্যাপক ভাংচুরসহ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয় বলে ভুক্তভোগীদের অভিযোগ।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তরা জানান, ১৯ নভেম্বর শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব এস.এম আজিজ উল্যাহর সমর্থক ৪/৫শ লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগানে স্বতন্ত্রপ্রার্থী মো. মাসুদুর রহমান মুছার ফরিদপুর মাজার এলাকার সমর্থকদের বাড়ি ও ব্যবসা প্রাতষ্ঠানে এ হামলা চালায়। এ সময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। লোকজন বাড়ি-ঘর ছেঁড়ে অন্যত্র পালিয়ে যায়।
ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম জানান, নৌকার প্রার্থীকে সমর্থন না করায় তাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছিলো। ১৯ নভেম্বর শুক্রবারও তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। রাত ১০টার দিকে ২০/২৫ জন লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর চালিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত করে।
এ সময় হামলাকারীরা ঘরে থাকা নগদ টাকা ও কয়েক ভুরি স্বর্ণালংকার লুটে নেয়। ঘটনার সময় তিনি পরিবার পরিজন নিয়ে নিজ বাড়ি ছেঁড়ে অন্যত্র রাত্রী যাপন করায় প্রাণে বেঁচে যান। তিনি এ হামলার বিচার দাবি করেন।
নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত নন-ক্যাডার অফিসার মো. বুলবুল ইসলাম ভূঁইয়া জানান, তিনি স্বতন্ত্রপ্রার্থী চশমা মার্কার সমর্থক বলে রাতে তার বাড়িতে হামলা চালিয়েছে নৌকার সমর্থকরা। এ সময় তারা তার বাড়ি ও গ্যারেজে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। হামলার সময় তিনি ঘরে তালা লাগিয়ে লুকিয়ে থাকেন।
মো. রহেম আলী খান জানান, স্বতন্ত্রপ্রার্থী মাসুদুর রহমান মুছা তার আত্মীয় হওয়ায় তার চাচা শিল্পপতি মো. ফজলুর রহমানের বাড়ি ও খামারে ৪/৫শ লোক “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দিয়ে হামলা ও ভাংচুর চালায়। এতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। হামলার সময় তারা বাড়ি ছেঁড়ে অন্যত্র আশ্রয় নেন।
এ ছাড়াও মাজার এলাকার দুটি মার্কেটের বেশ কয়েকটি দোকান, মাজার বাজারস্থ “সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ” এর অফিসে হামলা চালিয়ে আসবাবপত্রসহ সব কিছু ভেঙে তছনছ করে দেয় হামলাকারীরা।
চলমান ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর রোববার কিশোরগঞ্জের কুলিয়ারচরের ৬ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নে নৌকা মার্কা প্রতীকে নির্বাচন করছেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এস.এম. আজিজ উল্যাহ। আর স্বতন্ত্রপ্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে লড়ছেন মো. মাসুদুর রহমান মুছা। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য।
এবিষয়ে জানতে চাইলে নৌকার প্রার্থী এসএম আজিজ উল্যা জানান, আমার সমর্থকরা কোনো ভাংচুর করেনি। তারা নিজেরা ভাংচুর করে আমার উপর মিথ্যা অভিযোগ দিচ্ছে। আমার নির্বাচনকে বানচাল করতে এটি তাদের ষড়যন্ত্র।
কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে তিনি রাতেই ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো পক্ষ অভিযোগ করা হয়নি বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *