• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জ শহরের মহল্লায় মহল্লাবাসীর ‘লকডাউন’

কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গবাজারের একটি মহল্লায় স্থানীয়দের লকডাউন। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জ শহরের মহল্লায় মহল্লাবাসীর ‘লকডাউন’

# মোস্তফা কামাল #

এখন পর্যন্ত কিশোরগঞ্জের কোথাও প্রশাসন লকডাউন ঘোষণা না করলেও জেলা শহরের একটি মহল্লার গলিমুখে বাঁশ টানিয়ে এক ধরনের লকডাউন পালন করছেন মহল্লাবাসী। পৌর এলাকার ৩নং ওয়ার্ডের গৌরাঙ্গবাজার মোড় সংলগ্ন আবাসিক এলাকার গলির মুখে রোববার ভোরবেলা থেকে বাঁশ টানানো চেখে পড়ছে। কিশোরগঞ্জে শনিবার পর্যন্ত মৃত এক ব্যক্তিসহ ১০ জনের শরীরে করেনা সংক্রমণ ধরা পড়েছে। এর পর থেকেই সচেতন মহল আগের তুলনায় আরো বেশি সাবধান হলেও অনেকের মধ্যেই নির্বিকার ভাব পরিলক্ষিত হচ্ছে। পরিস্থিতির নিরিখে রাস্তায় লোক চলাচল বেশি দেখা যাচ্ছে। গৌরাঙ্গবাজার আবাসিক এলাকার একটি চক্ষু হাসপাতালের সামনে বৈদ্যুতিক সরঞ্জামের দোকান খুলে কেনাবেচা করতে দেখা যায়। বিভিন্ন উপজেলা থেকে লোকজন মোটরসাইকেল আর অটোরিক্সা নিয়ে এসে মালামাল নিয়ে যান। এলাকাবাসী নিষেধ দিলেও কর্ণপাত করছে না। এছাড়া অন্যান্য যানবাহনও মাঝে মাঝে ঢুকে যাচ্ছে। ফলে মহল্লাবাসী গলির মুখে বাঁশ টানিয়ে গলিটি লকডাউন করে দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *