• শনিবার, ১৮ মে ২০২৪, ০১:২৪ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জের সৈয়দ নজরুল হাসপাতালই ‘ডেডিকেটেড’

কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জের সৈয়দ নজরুল হাসপাতালই ‘ডেডিকেটেড’

# মোস্তফা কামাল #

উর্ধতন মহলের নির্দেশের আলোকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালকেই পুনরায় করোনা রোগিদের চিকিৎসার জন্য ‘ডেডিকেটেড’ হাসপাতাল ঘোষণা করা হলো। রোববার বিকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনা প্রতিরোধ জেলা কমিটির সভায় কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী মতবিনিময় শেষে এই সিদ্ধান্ত জানিয়ে দেন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার আলোকে গত ৩১ মার্চ জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালকে ‘ডেডিকেটেড’ হাসপাতাল করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কারণ ওই হাসপাতালটি লোকালয় থেকে খানিকটা বিচ্ছিন্ন এবং সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমসহ উপযোগী সুবিধাদি বিদ্যমান রয়েছে। কিন্তু গত ৮ এপ্রিল করোনা প্রতিরোধ জেলা কমিটির অপর একটি সভা চলাকালে ইন্টার্নি চিকিৎসকদের দাবি এবং স্থানীয় এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির একটি চিঠির প্রেক্ষিতে পূর্বের সিদ্ধান্তের পরিবর্তে শহরের জনবসতিপূর্ণ এলাকায় ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে ডেডিকেটেড হাসপাতাল করার সিদ্ধান্ত নেয়া হয়। এতে বিভিন্ন মহলে এক ধরনের নেতিবাচক প্রতিকৃয়া তৈরি হয়। ফলে রাষ্ট্র ও সরকারের উর্ধতন মহলের নির্দেশে শেষ পর্যন্ত সৈয়দ নজরুল মেডিক্যাল হাসপাতালকেই পুনরায় ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হলো। আর জেনারেল হাসপাতালে সাধারণ অন্যান্য রোগিদের চিকিৎসা হবে।
সভায় কমিটির উপদেষ্টা ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, সৈয়দ নজরুল হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মঞ্জুরুল হক, কমিটির সদস্যসচিব সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. সজল কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র মাহমুদ পারভেজ, এনএসআই’র উপ-পরিচালক নুসরাত ইসলাম, পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, জেলা বিএমএ সম্পাদক ডা. এমএ ওয়াহাব বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *