• সোমবার, ১৩ মে ২০২৪, ১২:২২ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে ১১ নভেম্বরের প্রথম দফার ইউপি নির্বাচনে পাঠানো হচ্ছে ব্যালট

জেলা নির্বাচন কার্যালয়ে পিকআপে তোলা হচ্ছে নির্বাচনী উপকরণ। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ১১ নভেম্বরের
প্রথম দফার ইউপি নির্বাচনে
পাঠানো হচ্ছে ব্যালট

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের ১৩ উপজেলার মধ্যে আগামী ১১ নভেম্বর প্রথম দফায় অনুষ্ঠিত হবে তিন উপজেলা করিমগঞ্জ, তাড়াইল ও বাজিতপুরে ইউপি নির্বাচন। প্রশাসন ও নির্বাচন কার্যালয়ের পক্ষ থেকে চলছে নির্বাচন অনুষ্ঠানের সর্বাত্মক প্রস্তুতি। জেলা নির্বাচন কার্যালয় থেকে উপজেলা পর্যায়ে ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। আজ ৮ নভেম্বর সোমবার সকালে জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে দেখা গেছে, শ্রমিকরা পুলিশ প্রহরায় পিকআপে নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জাম তুলছেন।
প্রশাসনের পক্ষ থেকেও প্রতিটি উপজেলায় বিজিবিসহ আইন শৃংখলা বাহিনী মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে। তিন উপজেলায় তিন প্লাটুন করে ৯ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরও দায়িত্ব বন্টন করা হচ্ছে। পাশাপাশি থাকবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও। প্রতিটি ইউনিয়নেই এখন চলছে জমজমাট প্রচারণা। প্রচারণার ক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি থাকলেও ইউপি নির্বাচনে প্রার্থী ও এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস থাকে এতটাই যে, তারা অনেক সময়ই আচরণবিধির ধার ধারেন না। যে কারণে ভ্রাম্যমাণ আদালত ইতোমধ্যে অনেককে অর্থদণ্ডে দণ্ডিতও করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *