• শনিবার, ১৮ মে ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে ‘লকডাউন’ ঘোষণা নিয়ে বিভ্রান্তি

কিশোরগঞ্জে ‘লকডাউন’
ঘোষণা নিয়ে বিভ্রান্তি

# মোস্তফা কামাল #

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারির পর অনেকে বলছেন কিশোরগঞ্জকে জেলা প্রশাসন ‘লকডাউন’ করেছে। অথচ মন্ত্রীপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিবসহ বিভিন্ন কর্তৃপক্ষকে দেয়া অনুলিপিসহ ১০ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জেলা ও উপজেলার প্রবেশ পথগুলি বন্ধ রাখতে হবে। এক এলাকা থেকে আরেক এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত করা হলো।’ গণবিজ্ঞপ্তির কোথাও ‘লকডাউন’ শব্দটির অস্তিত্ব নেই। জেলা প্রশাসক নিজেও এ প্রতিনিধিকে জানিয়েছে, তিনি লকডাউন বলতে চান না। জনচলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণের কথাটাই জোর দিয়ে বলতে চান। তবে গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারিকৃত পরিপত্র অনুসারে বিদ্যুৎ, পানি, গ্যাস ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, চিকিৎসাসেবা, ঔষধ, কৃষিপণ্য, সার, কীটনাশক, জ্বালানি, সংবাদপত্র, কাঁচাবাজার, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি ছাড়া সকল ধরনের যান চলাচল বন্ধ থাকবে। শুক্রবার কিশোরগঞ্জ শহরসহ জেলায় ৬ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়ায় এই গণবিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *