• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৫:৩৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জের নিকলীর হাওরে দুই পর্যটকের মৃতদেহ উদ্ধার

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের নিকলীর হাওরে বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়া দুই পর্যটকের লাশ পুলিশের সহায়তায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এরা হলেন কুমিল্লার লাকসামের জসিম উদ্দিনের ছেলে রনি (২২) এবং গাইবান্ধা সদর উপজেলার ভবানীপুর গ্রামের ছাইদুর রহমানের ছেলে আলমগীর (২০)। নিকল থানার পরিদর্শক পরিদর্শক (তদন্ত) আনিসুল হক জানিয়েছেন, এরা পেশায় গাড়িচালক।
গতকাল ২৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে ৬০ জনের একটি পর্যটক দল দু’টি ইঞ্জিনচালিত নৌকায় চড়ে নিকলীর গহিন হাওরে বেড়াতে যান। দুপুর আড়াইটার দিকে তারা শিংপুর ইউনিয়নের গোড়াদিঘা এলাকায় ঘোড়উত্রা নদীতে গোসল করতে নামেন। গোসল শেষে সবাই নৌকায় উঠলেও দু’জন নিখোঁজ থাকেন। খবর পেয়ে পুলিশ বিভাগ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি শুরু করে। আজ শনিবার দুপুর ১২টায় এবং ২টায় এলাকার ধনু নদীতে ভাসমান অবস্থায় লাশ দু’টি উদ্ধার করা হয়েছে। স্বজনদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, এই সময়টাতে হাওরের বিস্তীর্ণ এলাকার দৃশ্যপট থাকে সাগরের মত। হাওরে অন্তত ২৫টি ছোটবড় নদী থাকলেও এসব নদীর আলাদা কোন সীমারেখা বোঝার উপায় থাকে না। দ্বীপের মত নাক ভাসিয়ে জেগে থাকা গ্রামগুলো ছাড়া নদীর পাড়সহ পুরো হাওর এলাকা থাকে পানিতে নিমজ্জিত। যে কারণে সঠিক গাইড বা অভিজ্ঞতা ছাড়া হাওরের পানিতে নেমে যাওয়াটা অনেক সময়ই প্রাণহানির কারণ হয়ে ওঠে। এর আগেও বেশ কিছু পর্যটক হাওরের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *