• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন |
  • English Version

ইটনায় বৈদ্যুতিক বাল্বের বিস্ফোরণে লাগা আগুনে আট দোকান পুড়ে ছাই

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরের পুরাতন বাজারে কৃষি ব্যাংক গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। আজ ৬ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ইটনা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার এবং ইটনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান হাবীব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে, সকাল সাড়ে ৭টার দিকে ইটনা পুরাতন বাজারের কৃষি ব্যাংক গলিতে আদনান মিয়ার লেপ-তোষক তৈরির দোকানে বৈদ্যুতিক বাল্বের বিস্ফোরণ হয়ে তুলায় পড়ে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহ লেলিহান শিখা দেখে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করেন।
খবর পেয়ে ইটনা থানা পুলিশ ও মিঠামইন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর আগেই আদনান মিয়ার লেপ-তোষক তৈরির দোকান ছাড়াও বাজারের আরো বেশ কয়েকটি দোকানে আগুন লেগে যাওয়ায় ঐসব দোকানের মালামালসহ দোকান পুড়ে ছাই হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *