• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ন |
  • English Version

ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদৌস হায়দার বিশ্বাস পেলেন এ্যাওয়ার্ড সম্মাননা

ভৈরব রেলওয়ে থানার ওসি
ফেরদৌস হায়দার বিশ্বাস
পেলেন এ্যাওয়ার্ড সম্মাননা

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব রেলওয়ে থানা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায়, আইন শৃঙ্খলা উন্নয়ন, মাদক ও সন্ত্রাস দমনে অবদান রাখায় ৩ ক্যাটাগরিতে সম্মাননা এ্যাওয়ার্ড পেলেন ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস হায়দার বিশ্বাস। ১৮ জুলাই রোববার অগ্রগামী ফাউন্ডেশনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা উন্নয়নে বিশেষ অবদান রাখায় বঙ্গবন্ধু সাহিত্য কেন্দ্রে অগ্রগামী স্টার এ্যাওয়ার্ড ২০২১ এ ভূষিত হন তিনি। এছাড়াও তিনি গত ২৫ জুন শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২১ ও ২৬ জুন মাদক ও সন্ত্রাস দমনে বিশেষ অবদান রাখায় বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে শেরে বাংলা স্মৃতি সম্মাননা ২০২১ এর সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র পান।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস হায়দার বিশ্বাস বলেন, মানুষের কল্যাণে ভৈরব রেলওয়ে থানা পুলিশ সর্বদা সোচ্চার রয়েছে। রেলওয়ে এলাকায় পুলিশের কার্যক্রম পালনে কোন প্রকার গাফিলতি নেই। মাননীয় পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় ভৈরব রেলওয়ে এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, মাদক ও সন্ত্রাস দমনে নিয়মিত কাজ করে যাচ্ছি। আজ এ ৩টি এ্যাওয়ার্ড আমাকে ও আমার কাজকে আরো বেগবান করবে। এ সম্মাননা প্রাপ্তিতে পুলিশ সুপার মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মহোদয়ের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়াও ভৈরব রেলওয়ে এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে ভৈরববাসীর সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *