• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলে চ্যাম্পিয়ন ভৈরব ও করিমগঞ্জ উপজেলা

ভৈরব উপজেলা বালক দলের হাতে চ্যাম্পিয়নের ট্রফি তুলে দেয়া হচ্ছে। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা
ফুটবলে চ্যাম্পিয়ন ভৈরব
ও করিমগঞ্জ উপজেলা

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ ১৭ বালক এবং বালিকা ফুটবল ফাইনালে বালক বিভাগে ভৈরব উপজেলা দল ও বালিকা বিভাগে করিমগঞ্জ উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। করিমগঞ্জ গত মৌসুমেও চ্যাম্পিয়ন হয়েছিল। আজ ১২ জুন শনিবার বিকালে জেলা সদরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে কিশোরগঞ্জ পৌরসভা বালিকা দলকে ২-০ গোলে হারিয়ে করিমগঞ্জ উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। দু’টি গোলই করেছে কানন। কানন টুর্নামেন্টে ৮টি গোল করে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছে। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে ভৈরব ও হোসেনপুর উপজেলা বালক দল গোলশূন্য ড্র করলে টাইব্রেকারে ভৈরব ৩-১ ব্যবধানে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলাশেষে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলোর হাতে ট্রফি তুলে দেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম মোস্তফা, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফরজানা, হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সৈয়দ আশফাকুল ইসলাম টিটু ও জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন। ফাইনালে বালক দলের ম্যাচসেরা হয়েছে হোসেনপুরের আজহারুল ইসলাম, আর বালিকা দলের ম্যাচসেরা হয়েছে করিমগঞ্জ দলের রুমা। বালকদের মধ্যে টুর্নামেন্ট সেরা হয়েছে কিশোরগঞ্জ পৌরসবা দলের নাঈম, আর বালিকাদের মধ্যে টুর্নামেন্ট সেরা হয়েছে কিশোরগঞ্জ পৌরসভা দলের রাহিমা। বালকদের মধ্যে টুর্নামেন্টে দুই গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলা দলের রকি।করিমগঞ্জ ও কিশোরগঞ্জ পৌরসভা বালিকা দলের ফাইনালে একটি উত্তেজনাপূর্ণ মুহুর্ত। – পূর্বকণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *