• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে করোনা সঙ্কটে বিপর্যস্তদের সঙ্গে অভিনব ঈদ আনন্দ ভাগাভাগি

একজন স্বেচ্ছাসেবী কার্ডধারীদের শাড়ি-লুঙ্গি দিচ্ছেন। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে করোনা সঙ্কটে
বিপর্যস্তদের সঙ্গে অভিনব
ঈদ আনন্দ ভাগাভাগি

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরামের প্রধান সমন্বয়কারী সরকারি গুরুদয়াল কলেজের সাবেক জিএস এনায়েত করিম অমি করোনা সঙ্কটে বিপর্যস্ত মানুষদের সঙ্গে অভিনব কায়দায় ঈদ আনন্দ ভাগাভাগির নজির স্থাপন করেছেন। তিনি শহরের নগুয়া এলাকার বাসার আঙিনা আজ ১২ মে বুধবার ‘পরিবেশ বান্ধব মানবিক ঈদ আনন্দ বাজার’ নামে সাজিয়েছিলেন উৎসবের আবহে। তোরণ নির্মাণ করে সুপরিসর প্যান্ডেলে সারিবদ্ধ টেবিল সাজিয়ে তাতে রেখেছিলেন শাড়ি, লুঙ্গি, ভাতের চাল, পোলাও চাল, ডাল, তেল, দুধ, সেমাই, চিনি, লবন ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ নানা উপকরণ।
প্রতিটি টেবিলের সামনে ছিলেন স্বেচ্ছাসেবী। প্রথম টেবিলে ছিল উপহার নেয়ার ব্যাগ। বেলা ১২টা থেকে ৩শ’ পরিবারের কার্ডধারী নারী-পুরুষ সুশৃংখলভাবে সেখানে গিয়েছেন। প্রথম টেবিল থেকে ব্যাগ নিয়ে একেকটি টেবিল অতিক্রম করেছেন আর ব্যাগের ভেতর একেকটি আইটেম নিয়ে বেরিয়ে গেছেন। কর্মযজ্ঞটি এমনভাবে সাজানো হয়েছিল, এটাকে ত্রাণ বিতরণ মনে করার কোন সুযোগ ছিল না। সত্যিকার অর্থেই যেন ছিল ঈদ আনন্দ বাজার। তিনি গত বছরও করোনা মহামারির মধ্যে একই কায়দায় ঈদ আনন্দ বাজারের আয়োজন করেছিলেন।ঈদ আনন্দ বাজারে উপহার সামগ্রী নিচ্ছেন কয়েকজন। – পূর্বকণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *