• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন |
  • English Version

হোসেনপুরে সরকারি বিধি-নিষেধ অমান্য করায় ১৩ জনকে অর্থদণ্ড

হোসেনপুরে সরকারি
বিধি-নিষেধ অমান্য
করায় ১৩ জনকে অর্থদণ্ড

# উজ্জ্বল কুমার সরকার :-

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সরকারি বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৩ জনকে ১৬ হাজার ৬৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২১ এপ্রিল বুধবার বিকেলে উপজেলা সদর বাজার এলাকায় পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবুবকর সরকার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ কাম উচ্চমান সহকারী স্বপন কুমার বর্মনসহ হোসেনপুর থানা পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলা সদর বাজার এলাকায় পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় সরকারি বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করে বাজারে শপিং করতে আসা ৪ নারীসহ ৮ জনকে ৮৫০ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ।
এদিকে একই সময়ে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ২৫ ধারা লঙ্ঘনের দায়ে ট্রাকের চালক মো. কাইয়ুমকে ১৫ হাজার টাকা এবং সরকারি বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৪ জনকে ৮০০ টাকা অর্থদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবুবকর সরকার।
এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *