• সোমবার, ১৩ মে ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে বাল্যবিয়ে রোধ ও নারী নির্যাতন বিরোধী সমন্বয় সভা

বক্তব্য রাখছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী -পূর্বকণ্ঠ

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে বেসরকারী সংস্থা পপি’র নারী ও কিশোরীর প্রতি সহিংসতা প্রতিরোধ প্রকল্পের উদ্যোগে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সরকারী সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের সঙ্গে সমন্বয় সভা হয়েছে। আজ ১৩ সেপ্টেম্বর সোমবার সকালে সদর উপজেলা কমপ্লেক্সের সৈয়দ আশরাফুল ইসলাম মিলনায়তনে পপি’র জেলা সমন্বয়কারী মুহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্বে জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের অংশগ্রহণে সমন্বয় সভায় মুখ্য আলোচক ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী। আরও আলোচনা করেন সদর উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার ও মাছুমা আক্তার, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মোখলেছুর রহমান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা হুমায়ুন কবীর ভূঁইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেন, হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা জুবায়ের ইসলাম, প্রাক্তন শিক্ষক আফতাব উদ্দিন গোলাপ, বাল্যবিয়ে থেকে আইনী লড়ায়ে মুক্ত হওয়া হাফসা আক্তার শিউলি প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন পপি কর্মকর্তা তৌহিদুল ইসলাম।‘বাল্যবিবাহ রোধ করি, সুস্থ সবল জাতি গড়ি’ প্রতিপাদ্য বিষয়ে বক্তাগণ বলেন, করোনা পরিস্থিতির মধ্যে গোপনে অনেক বাল্যবিয়ে সম্পন্ন হয়েছে। বাল্যবিয়ের কারণে হয়ত অনেক স্কুল পড়ুয়া ছাত্রীর শিক্ষাজীবন শেষ হয়ে গেছে। সরকারী নিষেধাজ্ঞা সত্বেও অনেকে এখনও নোটারি পাবলিকের কাছ থেকে এপিডেভিট নিয়ে বাল্যবিয়ের আয়োজন করছেন বলে কেউ কেউ মন্তব্য করেছেন। তবে বাল্যবিয়ের বিরুদ্ধে সরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি পপি কাজ করছে বলেও সভায় উল্লেখ করা হয়। সভায় বলা হয়, বাল্যবিয়ে রোধ করার জন্য প্রাইমারি সমাপনী পাশ করা ছাত্রীদের সনদ একটি প্রামাণ্য দলিল হিসেবে কাজ করতে পারে। আর বাল্যবিয়ে রোধে নতুন করে প্রদান করা জন্ম নিবন্ধন সনদও কার্যকর ভূমিকা পালন করবে বলে বক্তাগণ উল্লেখ করেন। তবে সমাজের সকল মহলের সচেতনতা ও সহযোগিতা ছাড়া বাল্যবিয়ে রোধ করা সম্ভব নয় বলেও বক্তাগণ উল্লেখ করেন।
বক্তাগণ আরও বলেন, নারীরা শিক্ষিত এবং সাবলম্বী হলে নারী নির্যাতনের মাত্রা অনেক কমে আসবে। এর পাশাপাশি সচেতনতা কর্মসূচীও চালু রাখতে হবে। সরকারও নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বক্তাগণ কোন বাল্যবিয়ে বা সহিংসতার খবর পেলে সবাইকে সরকারী হেল্পলাইন ৯৯৯, ১০৯ ও ৩৩৩ টোল ফ্রি নম্বরে ফোন করার জন্যও সবাইকে পরামর্শ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *