• সোমবার, ১৩ মে ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে চলছে ঢিলেঢালা লকডাউন

কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডের সকাল সাড়ে টার চিত্র -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে চলছে
ঢিলেঢালা লকডাউন

# নিজস্ব প্রতিবেদক :-

সরকার আজ ২৮ জুন সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনের সীমিত পরিসরে লকডাউন ঘোষণা করছে। এসময় জরুরি সেবা ও পণ্যবাহী গাড়ি আর রিক্সা ছাড়া অটোরিক্সাসহ গণপরিবহন ও অপরাপর যানবাহন বন্ধ ঘোষণা করেছে। কিন্তু কিশোরগঞ্জে চলছে ঢিলেঢালা লকডাউন। আজ সকাল থেকেই শহরে ব্যাটারিচালিত অটোরিক্সা ও সিএনজিচালিত অটোরিক্সাসহ মিশুক চলাচল করে অন্যান্য দিনের মতই। অথচ কিশোরগঞ্জে বেশ কিছুদিন ধরেই করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। গত চারদিনে নতুন সংক্রমিত হয়েছে প্রায় ২শ’। গত ২৩ জুন জেলায় চিকিৎসাধীন রোগি ছিল ৪১৫ জন। ২৫ জুন চিকিৎসাধীন রোগি বেড়ে দাঁড়ায় ৫৪০ জন। আর ২৭ জুন রাত পর্যন্ত চিকিৎসাধীন রোগির সংখ্যা উঠে গেছে ৬০৪ জনে! যে কারণে স্থানীয়ভাবে জেলা করোনা প্রতিরোধ কমিটি লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু দেশব্যাপী জাতীয় সিদ্ধান্ত আসার পর স্থানীয় উদ্যোগটি থেমে যায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *