নিকলীতে ২০ বোতল বিদেশী মদসহ আটক মাদক ব্যবসায়ী করতুজ আলী। - পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীর গোড়াদিঘা এলাকা থেকে ২০ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে র্যাব আটক করেছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ১ মার্চ সোমবার রাত ১০টার দিকে র্যাবের একটি দল নিকলীর গোড়াদিঘা এলাকা থেকে ২০ বোতল বিদেশী মদসহ একই এলাকার মৃত আলফাজ আলীর ছেলে করতুজ আলীকে (২৫) আটক করেছে। কিশোরগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় মদের খুচরা এবং পাইকারি ব্যবসা চলে আসছিল বলে র্যাব জানতে পেরেছে। এ ঘটনায় নিকলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।