কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের রোভার স্কাউট লিডার জেলা রোভারের যুগ্ম-সম্পাদক সালমা হক এবার ঢাকা বিভাগের শ্রেষ্ঠ রোভার লিডার নির্বাচিত হয়েছে। রোভার অঞ্চলের সভাপতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর রশিদের সভাপতিত্বে গত ১৩ ফেব্রুয়ারি রোভার অঞ্চলের নির্বাহী কমিটির সভায় সালমা হককে তার যাবতীয় কার্যক্রম বিশ্লেষণ করে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ রোভার লিডার নির্বাচিত করা হয়। রোভার অঞ্চলের সহ-সভাপতি অধ্যক্ষ প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী আজ ১৭ ফেব্রুয়ারি বুধবার সকালে কিশোরগঞ্জ কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা রোভারের নির্বাহী কমিটির এক সভায় আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেন। জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে রোভারের সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেলা স্কাউট কমিশনার মো. হাবিবুর রহমান, জেলা রোভারের সহ-সভাপতি অধ্যক্ষ মো. আল আমিন, সাধারণ সম্পাদক কামরুল আহসান প্রমুখ।