• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জের দু’টি ফাঁকা আসনে মনোনয়ন চূড়ান্ত বিএনপির মনোনয়ন ঘোষণায় বিস্মিত হলেন জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা কিশোরগঞ্জে এনসিপির কমিটি সাংগঠনিক সম্পাদক বলছেন পুনর্গঠন না হলে কবর রচনা চড়ুই পাখির আবাস নেই, বসবাস পরিষেবার তারে গহিন হাওরের ভাঙন কবলিত একটি ইউনিয়নে সেতু দাবি এক ইউনিয়নে ৫ শতাধিক রেমিট্যান্স যোদ্ধা, কারিগরি জ্ঞান থাকায় বেতন পান অন্য শ্রমিকদের প্রায় তিনগুণ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব ভৈরব এর কমিটি গঠন সভাপতি মোস্তাক, সাধারণ সম্পাদক হাফিজ কটিয়াদীতে এক যুবককে কুপিয়ে হত্যা কিশোরগঞ্জে স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু স্মার্ট ফোন এখন জীবনের অংশ সাইবার আক্রমণ মোকাবেলার সক্ষমতা অর্জন করতে হবে

ভৈরবে ঔষধের ফার্মেসীতে ভিড় বেশি দাম রাখার অভিযোগ

smart

ভৈরবে ঔষধের ফার্মেসীতে ভিড়
বেশি দাম রাখার অভিযোগ

# মো. আল আমিন টিটু #

শরীরে কোন অসুখ নেই, তবুও কিনছেন জ্বর, সর্দি ও কাশিসহ বিভিন্ন রোগের ঔষধ। আর এসব ঔষধ শুধু গ্রামের সহজ-সরল মানুষজনই নিচ্ছে না, শহরের সচেতন মানুষগুলোও প্রয়োজনের বা অসুস্থ হাবার আগেই কিনে নিচ্ছেন। ফলে ভৈরবের ঔষধের ফার্মেসীগুলোতে ভিড় করছে ক্রেতারা। ২৪ মার্চ মঙ্গলবার দুপুরে শহরের ভৈরব বাজারের একাধিক ঔষধের ফার্মেসীতে ক্রেতাদের এমন দৃশ্য চোখে পড়ে। আর এ সুযোগে কৃত্রিম সংকট দেখিয়ে মুনাফা লোভী অসাধু ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যের চেয়েও অধিক টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ ওঠেছে।
জানাগেছে, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার দেশে একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছেন। এরই মধ্যে স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। সেই সঙ্গে ট্রেন, বাস ও লঞ্চ চলাচল অর্থাৎ গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাছাড়া কঠোর অবস্থানে স্থানীয় প্রশাসন। শুধু তায় নয়, মঙ্গলবার থেকে মাঠে নামছে সেনা বাহিনী। তাই অসুস্থ হলে যদি পরে ঔষধ না পান। এমন ধারণা থেকে ঔষধের ফামের্সীগুলো হুমড়ি খেয়ে পড়ছে মানুষজন। অথচ সরকার জন সাধারণের স্বার্থে জরুরী প্রয়োজনে সেবা পেতে হাসপাতাল ও ঔষধের ফার্মেসী খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও সরকার হোটেল, রেস্টুরেন্ট ও ক্লাবসহ সাপ্তাহিক হাট-বাজার বন্ধের ঘোষণা দিলেও সীমিত পরিসরে নিত্যপণ্যের দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তারপরও মানুষজন চাহিদার তুলনায় অতিরক্তি নিত্যপণ্য এবং ঔষধ কিনে মজুত করছেন। ফলে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। আর এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা সরবরাহ নেই বলে নিধার্রিত মূল্যের চেয়েও অধিক দামে পণ্য বিক্রি করে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছেন।
স্বাস্থ্য সচেতন শহরের মো. জামাল মিয়া বলেন, আমি জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার এবং শিশু বাচ্চার জন্য ঠাণ্ডাজনিত রোগের ঔষধ কিনতে গেলে অতিরিক্ত মূল্য দাবী করে। অবশেষে নিরুপায় হয়ে চড়া দামে কিনতে হল।
আল আমিন নামে আরেক ব্যক্তি জানান, একটি সার্জিক্যাল মার্কস এবং স্যানিটাইজার কিনতে দশটি ফামের্সী ঘুরলাম। সবার এক কথা নেই। অবশেষে মার্কস না পেলেও জীবানু নাশক হ্যান্ড ওয়াশ নির্ধারিত দামেই পেয়ে কিছুটা স্বস্তি বোধ করছি। তিনি আরও জানান, ফার্মেসীগুলো সুযোগ বুঝে এবং চেহারা দেখে চড়া দামে ঔষধ বিক্রি করেন। একজনকে বলেন ঔষধ আছে, আরেকজনকে বলেন নেই।
কেউ কেউ অধিক দামে ঔষধ বিক্রি প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব বাজারের ঔষধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. আক্রাম হোসেন চৌধুরী সত্যতা স্বীকার করে বলেন, মানুষের চাহিদার তুলনায় কোম্পানীগুলো ঔষধ সরবরাহ করতে পারছে না। ফলে কিছু ঔষধ বাইরে থেকে বেশি দামে কেনায় আবার বেশি বিক্রি করছেন। এছাড়াও হ্যান্ড গ্লাবস, স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশসহ জ্বর, সর্দি ও কাশির ঔষধের কৃত্রিম সংকট দেখা দিয়েছে।
সচেতনতার অভাবে কিছু মানুষজন বাজারে এই সংকট তৈরী করছে বলে মনে করেন জিল্লুর রহমান মহিলা কলেজের প্রভাষক সাইফুল ইসলাম সেকুল। আর যেখানে মানুষের বিপদে মানুষ পাশে দাঁড়াবে। সেখানে অধিক মুনাফা লোভী ব্যবসয়ীরা সাধারণ মানুষের পকেট কাটছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা জানান, বাজার মনিটরিং হিসেবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত রয়েছে। অধিক মুনাফা লোভী ব্যবসায়ীরা হাতেনাতে ধরা পড়লে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *