• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাংলাদেশে নানা ভাবে আমাদের সমাজ, রাজনীতি দূষিত হয়েছে এই ধরণের সমস্যা সমাধানের জন্য থেরাপি দরকার ………. অধ্যাপক ড.হারুন রশীদ বাজিতপুর প্রেসক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব খলিলুর রহমান আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি হবে ……. চাকসু জিএস কিশোরগঞ্জে কৃষি বিভাগে কলম বিরতি কর্মসূচী অসহায় নারীর চায়ের দোকান জোরপূর্বক বন্ধ ও লুটপাটের অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ভৈরব উদয়ন স্কুল আমলাপাড়া শাখায় হেমন্ত উৎসব আয়োজন ভৈরব উদয়ন স্কুল নিউটাউন শাখার স্টুডেন্টস্ প্রেজেন্টেশন-ডে আয়োজন ছিনতাইকারীকে অনুরোধ করে মোবাইল ফেরত নিলেন সাংবাদিক, টাকা খোয়ালেন ১৫ হাজার করিমগঞ্জে বিএনপি নেতার বউকে নিয়ে পালালেন যুবক ভৈরবে বিভিন্ন যানবাহনে জেলা বাস্তবায়ন চাই পতাকা সংযুক্ত কর্মসূচি

অহিদ মিয়াকে সভাপতি ও হোসেন আলীকে সাধারণ সম্পাদক করে ভৈরব জ্বালানী তৈল পরিবেশক সমিতির নতুন কমিটি গঠন

# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরব জ্বালানী তৈল পরিবেশক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ১ নভেম্বর সংগঠনটির কার্যালয়ে মো. মোর্শেদ আনোয়ারের সভাপতিত্বে এ কমিটি গঠন করা হয়। ত্রি-বার্ষিক সম্মেলনে প্রত্যক্ষ ভোটে মেসার্স অহিদ এন্ড ব্রাদার্স এর স্বত্ত্বাধিকারী মো. অহিদ মিয়া সভাপতি ও মেসার্স সুমী ইন্টারন্যাশনাল এর স্বত্ত্বাধিকারী হাজী মো. হোসেন আলী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মেসার্স রমিজ উদ্দিন এন্ড আদার্স এর স্বত্ত্বাধিকারী মো. কবির মিয়া, সহ-সভাপতি মেসার্স খলিল এন্ড ব্রাদার্স এর স্বত্ত্বাধিকারী হাজী মো. খলিল মিয়া, সহ-সাধারণ সম্পাদক মেসার্স জয়নাল এন্ড সন্স এর স্বত্ত্বাধিকারী মো. জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ মেসার্স শাপলা এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী হাজী মো. জলিল মিয়া, সহ-কোষাধ্যক্ষ সম্পাদক মেসার্স গোলাপ খান এর স্বত্ত্বাধিকারী আলমগীর খান, সাংগঠনিক সম্পাদক মেসার্স জাকির এন্ড ব্রাদার্স এর স্বত্ত্বাধিকারী মো. রুমান মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক মেসার্স মজিবুর রহমান এর স্বত্ত্বাধিকারী হাজী মো. মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক মেসার্স আলকাছ এন্ড সন্স এর স্বত্ত্বাধিকারী মো. নাজমুল মিয়া, প্রচার সম্পাদক মেসার্স মো. তাহের ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী মো. জাবেদ মিয়া, নির্বাহী সদস্য মেসার্স মো. কাঞ্চন মিয়া এর স্বত্ত্বাধিকারী সানোয়ার রহমান সেতু, মেসার্স জামান এন্ড সন্স এর স্বত্ত্বাধিকারী হাজী মো. জামান মিয়া, মেসার্স জালাল উদ্দিন এন্ড সন্স এর স্বত্ত্বাধিকারী মো. এনামুল হক সরকার ও মেসার্স দেওয়ান আলী সরকার এর স্বত্ত্বাধিকারী মো. সাইফুর রহমান।
এছাড়াও কমিটিতে ৫ জনকে উপদেষ্টা পরিষদে রাখা হেয়ছে। এর মধ্যে মেসার্স পূরবী ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মো. মজিবুর রহমান, মেসার্স মো. মুজিবুর রহমান এর স্বত্ত্বাধিকারী হাজী মো. মজিবুর রহমান, মেসার্স মো. জিল্লুর রহমান এর স্বত্ত্বাধিকারী হাজী মো. জিল্লুর রহমান, মেসার্স কালু মিয়া এন্ড আদার্স এর স্বত্ত্বাধিকারী হাজী মো. কালু মিয়া ও নিউ এইচ এম আব্দুল্লাহ এর স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মো. মোশাররফ হোসেন।
নতুন কমিটির সভাপতি মো. অহিদ মিয়া ও সাধারণ সম্পাদক হাজী মো. হোসেন আলী জানান, আমাদেরকে নতুন কমিটির দায়িত্ব দেয়ার জন্য সকল সদস্যদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিগত দিনের কমিটির কার্যক্রম যাই হোক না কেন ভবিষ্যতে এ তৈল পরিবেশক সমিতির মাধ্যমে সদস্যদের যতটুকু উন্নয়নমূলক কর্মকাণ্ড করে যাবে। তার জন্য সকল সদস্যদের আমরা সহযোগিতা চাই। এছাড়া ডিপোঘাট এর যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে ডিপোঘাট এর রাস্তা নির্মাণ, যাতে ট্যাংলড়িগুলি সহজে যাতায়াত করতে পারে। এছাড়াও পদ্মা ডিপো যেটি নির্মাণধীন রয়েছে তা দ্রুত বাস্তবায়নের জন্য আমরা সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ জানাবো। এই ডিপোটি নির্মাণ করা হলে আমাদের তেল পরিবেশকদের উন্নয়নের দুয়ার খোলে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *