# নিজস্ব প্রতিবেদক :-
৭ নভেম্বর ছিল বাসদের (মার্ক্সবাদী) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ বিপ্লবের ১০৮তম বার্ষিকী। এ উপলক্ষে দলের ময়মনসিংহ শাখা আলোচনা সভা ও শোভাযাত্রা করেছে। ৮ নভেম্বর শনিবার বিকালে শহরের মালগুদাম রোডস্থ দলীয় কার্যালয়ে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
দলের ময়মনসিংহ জেলা শাখার সদস্য অজিত দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা শাখার সদস্য গৌতম কর, হালুয়াঘাট উপজেলা শাখার আহবায়ক আব্দুর রাজ্জাক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাংলাদশে কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জায়েদ হাসান ওয়ালিদ প্রমুখ। বক্তাগণ বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের পতনের পর জনমনে বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের একটি আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এক বছরে আইনশৃংখলার অবনতি, কৃষক-শ্রমিক তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত, সাম্রাজ্যবাদী চাপে চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়া, মাজারে হামলা, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি, রাষ্ট্র সংস্কারে অনৈক্য সৃষ্টির মত বহু ঘটনা মানুষের মনে সংশয় তৈরি করেছে, হতাশ করেছে। এভাবে দেশের পরিবর্তনকামী মানুষ বার বার শাসকগোষ্ঠীর দ্বারা প্রতারিত হচ্ছে।
অর্থনীতিতে বৈষম্য টিকিয়ে রেখে, শোষণমূলক ব্যবস্থা টিকিয়ে রেখে জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। পুঁজিবাদের বিকল্প সমাজতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল জনগণের অধিকার বাস্তবায়ন সম্ভব, যা বাস্তবে রূপ পেয়েছিল রুশ বিপ্লবের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নে। সেখানে মৌলিক অধিকারসহ সকল গণতান্ত্রিক অধিকার পূরণ করা সম্ভব হয়েছিল। শোষণের অবসান হয়েছিল। সেই শোষণমুক্তির আকাঙ্ক্ষা নিয়েই ১৯৮০ সালের ৭ নভেম্বর প্রতিষ্ঠা হয়েছিল বাসদের (মার্ক্সবাদী)। বক্তাগণ গণতান্ত্রিক অধিকার আদায়সহ শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রমজীবী মেহনতি মানুষসহ সকল মুক্তিকামী মানুষকে এই দলের পতাকাতলে ঐক্যবদ্ধ হবার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন।