# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে জেন্ডার সমতা ও জলবায়ু জোট কমিটির সভা হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা পপির উদ্যোগে গতকাল শনিবার সকালে জেলা শহরের জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে ও পপি কর্মকর্তা সাখাওয়াত হোসেন সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা পপির সমন্বয়ক মুহাম্মদ ফরিদুল আলম, জেলা মহিলা পরিষদের সভাপতি জিকার সদস্য অ্যাডভোকেট মায়া ভৌমিক, জিকা কমিটির সহ-সভাপতি আতিয়া হোসেন, অ্যাডভোকেট হামিদা বেগম, আলম সারোয়ার টিটু, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাসুমা আক্তার, নিকলী উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান জেসমিন আরা বিউটি, ওয়েপ এনজিও’র নির্বাহী পরিচালক জিকা কমিটির সদস্য মিজানুর রহমান রিপন, শিক্ষক জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
বক্তাগণ যার যার জীবনে চলার পথের অভিজ্ঞতা থেকে নারীর জীবনচিত্র, সমাজের বৈরি পরিবেশ, উত্তরণের উপায়, জলবায়ুর অভিঘাতের ফলাফল ও এর থেকে রক্ষার উপায় এবং নারী জীবনে জলবায়ুর অভিঘাতের ক্রিয়া-প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় কমিটির সদস্যদের নিয়ে একটি ফেসবুক পেজ খোলার সিদ্ধান্ত হয়। এর ফলে প্রত্যেক সদস্য তার পারিপাশ্বিক ঘটনা প্রবাহ শেয়ার করতে পারবেন। অন্যদেরও এসব সমস্যায় ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।