# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। আজ ৮ নভেম্বর শনিবার দুপুরে হোসেনপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সংবিধান বিশেষজ্ঞ ও জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার এম. আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন, সদস্য আজমল হক বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শওকত হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সদস্য সচিব আল আমিন ভূঁইয়া, যুগ্ম-আহ্বায়ক সারোয়ার উদ্দিন খান তসলিম, মো. সুজন মিয়া, পৌর ছাত্রদলের সভাপতি রাজিব মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, বিপ্লব ও সংহতি দিবস শুধু বিএনপির নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক দিন।