# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ট্রাকের পিছনে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক ও হেলপার গুরুতর আহত হয়েছে। ৬ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে আজিজ সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুর রহমান।
দুর্ঘটনায় আহতরা হলেন, ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডিপাশা দরুয়া এলাকার তরিকুল মিয়ার ছেলে হেলপার রনি (২৩) ও একই এলাকার আলফাজ মিয়ার ছেলে চালক সাদ্দাম হোসেন (২৭)।
ভৈরব হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ৬ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী (ঢাকা-মেট্রো ট ১৩-০৯৭৩) ট্রাককে পিছন দিক থেকে একটি (ঢাকা-মেট্রো ন ১৯-৯৪৮৬) পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এসময় পিকআপ ভ্যানে থাকা চালক সাদ্দাম ও হেলপার রনি গুরুতর আহত হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ভৈরব বাজার ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আহত দুইজনকে উদ্ধার করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও পিকআপ দুইটি গাড়িই হাইওয়ে থানায় আটকে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।