# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের বাজিতপুরে বেলা ১২টার সময় দোকান থেকে বিকাশের ২০ লক্ষ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে গিয়েছিল কয়েক দুর্বৃত্ত। এ ঘটনায় বিকাশের বিক্রয় প্রতিনিধি পাভেল মিয়া বাজিতপুর থানায় লিখিত এজাহার দিয়েছিলেন। এতে আসামি করা হয়েছিল খলাহাটি গ্রামের আক্তার মিয়ার ছেলে লিপন মিয়াসহ (৩৭) অজ্ঞাত ৪-৫ জনকে। কিন্তু শেষ পর্যন্ত স্থানীয় বিএনপির নেতাদের মধ্যস্থতায় বৃহস্পতিবার টাকাগুলো উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন বাদী পাভেল মিয়া।
থানার এজাহারে বলা হয়েছে, পাভেল মিয়া ভৈরবের বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান মেসার্স পাটোয়ারি এন্ড সন্সের একজন সেলস অফিসার হিসেবে বাজিতপুর বাজার ও পার্শ্ববর্তী দিলালপুর বাজারে কাজ করছেন। ৫ নভেম্বর বুধবার সকাল সাড়ে ৯টার সময় তিনি ভৈরবের অফিস থেকে একটি ব্যাগে ২০ লক্ষ টাকা নিয়ে দিলালপুর বাজারে যান। এসময় তাদের এজেন্ট ‘রায়হান টেলিকম’ নামে দোকানের সামনে যেতেই লিপনসহ অজ্ঞাত দুর্বৃত্তরা হামলা চালায়। পাভেলকে কিলঘুষি মেরে টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় অন্য লোকজন বাধা দিতে আসলে তাদেরকেও হুমকি দিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজেও এসব দৃশ্য দেখা গেছে।
এদিকে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানিয়েছেন, এজাহার পাওয়ার পর তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলেন। সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করেছেন। তবে তখন কাউকে গ্রেপ্তার বা টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।
বাদী পাভেল মিয়া জানান, বিষয়টি ব্যাপকভাবে প্রচার হওয়ায় লিমন নিজেই বৃহস্পতিবার টাকাগুলো ফেরত দিতে সম্মত হয়। এরপর বিএনপির নেতৃবৃন্দের মধ্যস্থতায় সমুদয় টাকা লিমন ফেরত দিয়েছে।