# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জ-১ আসনে বাংলাদেশ বিএনপি থেকে এমপি পদে মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন হোসেনপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম মবিন। আজ ৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের স্থানীয় একটি হোটেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জহিরুল ইসলাম মবিন বলেন, আমি দীর্ঘদিন ধরে হোসেনপুরে বিএনপির রাজনীতি করে আসছি। দুঃসময়ে দলের পাশে ছিলাম এবং তৃণমূলের সঙ্গে নিরলসভাবে কাজ করেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যদি আমাকে কিশোরগঞ্জ-১ আসনে (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) মনোনয়ন দেয়, তাহলে দলীয় প্রার্থী হিসেবে জনগণের সমর্থনে বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাআল্লাহ।
এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদকর্মী উপস্থিত ছিলেন।