• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাংলাদেশে নানা ভাবে আমাদের সমাজ, রাজনীতি দূষিত হয়েছে এই ধরণের সমস্যা সমাধানের জন্য থেরাপি দরকার ………. অধ্যাপক ড.হারুন রশীদ বাজিতপুর প্রেসক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব খলিলুর রহমান আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি হবে ……. চাকসু জিএস কিশোরগঞ্জে কৃষি বিভাগে কলম বিরতি কর্মসূচী অসহায় নারীর চায়ের দোকান জোরপূর্বক বন্ধ ও লুটপাটের অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ভৈরব উদয়ন স্কুল আমলাপাড়া শাখায় হেমন্ত উৎসব আয়োজন ভৈরব উদয়ন স্কুল নিউটাউন শাখার স্টুডেন্টস্ প্রেজেন্টেশন-ডে আয়োজন ছিনতাইকারীকে অনুরোধ করে মোবাইল ফেরত নিলেন সাংবাদিক, টাকা খোয়ালেন ১৫ হাজার করিমগঞ্জে বিএনপি নেতার বউকে নিয়ে পালালেন যুবক ভৈরবে বিভিন্ন যানবাহনে জেলা বাস্তবায়ন চাই পতাকা সংযুক্ত কর্মসূচি

পাখি শিকারে বাধা দিলে যুবককে গুলি থানায় মামলা দায়ের

পাখি শিকারে বাধা
দিলে যুবককে গুলি
থানায় মামলা দায়ের

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে পাখি শিকারে বাধা দিলে এক যুবককে গুলি করেছিল শিকারি। যুবকের কপালে গুলি লাগলেও তিনি এখন চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন। এ ঘটনায় সদর থানায় দুই যুবককে আসামি করে মামলা হয়েছে।
গুলিবিদ্ধ যুবক সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের হাজীপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে মাজহারুল ইসলাম (২১) জানান, অনেক দিন ধরেই তাদের গ্রামের গোরস্থানের কয়েকটি গাছ বিভিন্ন জাতের পাখির অভয়াশ্রম। এলাকার কেউ এসব পাখিকে উত্যক্ত করেন না। গত ২৮ অক্টোবর রাতে পার্শ্ববর্তী করিমগঞ্জের জয়কা ইউনিয়নের দক্ষিণ নানশ্রী গ্রাম থেকে ৩০-৩২ বছর বয়সের তিন যুবক মোটর সইকেলে এসে এসব পাখি শিকার করতে চেয়েছিলেন। এসময় মাজহারুল ইসলামের চাচা হারুন-অর রশিদসহ কয়েকজন বাধা দিলে যুবকরা পাল্টা হুমকি দেন। এক পর্যায়ে এক যুবক এয়ারগান দিয়ে তিনটি ফাঁকা গুলি করেন। গুলির শব্দ শুনে মাজহারুল ইসলাম বাড়ি থেকে বেরিয়ে এসে প্রতিবাদ করলে তার কপালে সরাসরি গুলি করে মোটরসাইকেল নিয়ে যুবকরা দ্রুত পালিয়ে যান। রাতেই মাজহারুল ইসলামকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি বাড়িতেই আছেন।
এ ঘটনায় মাজহারুলের বাবা মিজানুর রহমান বাদী হয়ে শুক্রবার রাতে সদর থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। এতে রাসেল নামে এক যুবকের নামসহ অজ্ঞাত একজনকে আসামি করা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি আব্দুল্লাহ আল মামুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *