# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দর্শনার্থী পাসকার্ড চালু করা হয়েছে। ১ নভেম্বর শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ফৌজিয়া খান পাসকার্ড কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় তিনি কারোনারি কেয়ার ইউনিটের ২ নম্বর শয্যার রোগী কটিয়াদী উপজেলার বনগ্রাম এলাকার জিসানের দর্শনার্থীকে একটি কার্ড পরিয়ে দেন।
এরপর শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মজিবর রহমানের সভাপতিত্বে হাসপাতাল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. একরাম আহসান জুয়েল, হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম, মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এস.কে নাজমুল হাসান, শিশু বিশেষজ্ঞ ডা. নূরুজ্জামান, নার্সিং কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ।
আলোচকগণ বলেন, হাসপাতালটি ৫০০ শয্যার হলেও প্রায়ই ৭০০ অতিক্রম করে যায়। শনিবারও রোগী ছিল ৬২২ জন। অনেক সময় একজন রোগীর জন্য ৫ জন দর্শনার্থীও হাজির হয়ে যান। হাসপাতালের চিকিৎসকসহ অন্যান্য স্টাফদের অনেক সময় কাজ করতে বেগ পেতে হয়। নিয়ন্ত্রন করতে গেলে অনেক সময় দর্শনার্থীরা বাকবিতণ্ডায় লিপ্ত হন। অথচ অতিরিক্ত দর্শনার্থীর জন্য রোগীরা সংক্রমিত হতে পারেন। আবার দর্শনার্থীরাও নানা রোগে আক্রান্ত হতে পারেন। এর জন্যই সচেতনতার পাশাপাশি প্রতি রোগীর জন্য দু’জন দর্শনার্থীকে পাসকার্ড দেওয়া হচ্ছে। প্রতিটি কার্ড ১০০ টাকা জামানতের বিনিময়ে দেওয়া হচ্ছে। রোগীরা চলে যাবার সময় কার্ডগুলো জমা দিয়ে জামানতের টাকা ফেরত নিয়ে যাবেন।
বক্তাগণ বলেন, হাসপাতালে জনবল সঙ্কট রয়েছে। এগুলি কাটিয়ে ওঠার চেষ্টার পাশাপাশি সীমিত জনবল নিয়েও সাধ্যমত চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা রয়েছে। আগামীতে চিকিৎসা সেবার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় সহায়তার জন্য মন্ত্রণালয়েও যোগাযোগ করা হচ্ছে বলে বক্তাগণ জানিয়েছেন।