# মোহাম্মদ খলিলুর রহমান :-
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের বাজিতপুরে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
বাজিতপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুজতবা আলী জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আমিনুল হক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ওয়াসিম হক, যুগ্ম-আহ্বায়ক সুজন বণিক, হামিদুল হক ভূঁইয়া, অ্যাডভোকেট খাইরুলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আনন্দ র্যালিটি বাজিতপুর রেজু মার্কেট থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারের বাঁশমহলে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতা-কর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি বহন করেন।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা জাতীয়তাবাদী যুবদল সবসময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে।
বক্তারা আরও উল্লেখ করেন, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে শেখ মুজিবুর রহমান ইকবালের বিকল্প কেউ নেই।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে উপজেলার ১১ ইউনিয়ন ও পৌর যুবদলের সকল ইউনিটের নেতা-কর্মীরা ব্যান্ড পার্টি নিয়ে অংশগ্রহণ করেন, যা পুরো বাজিতপুর শহরকে উৎসবমুখর করে তোলে।