# মিলাদ হোসেন অপু :-
ভৈরবকে জেলার দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার শেষ দিন সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ১৫ মিনিটে শেষ হয়ে গেলো নৌপথ ব্লকেড কর্মসূচি। এতে যোগ দেননি ভৈরবের স্থানীয় নেতৃবৃন্দ। ২৮ অক্টোবর মঙ্গলবার সকালে ভৈরব বাজার নদীর পাড় লঞ্চঘাট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। দাবি আদায় না হলে ৩০ অক্টোবর বৃহস্পতিবার সড়ক, রেল ও নৌপথ অবরোধ করবে বলে ঘোষণা দেন জেলা বাস্তবায়ন আন্দোলনের নেতারা। এদিকে ২৭ অক্টোবর সোমবার রেললাইন অবরোধ করে সকাল ১০টা ২৫ মিনিটে নোয়াখালী থেকে ছেড়ে আন্তঃনগর ননস্টপ উপকূল এক্সপ্রেস ট্রেন আটক করে কঠোর অবরোধ গড়ে তুলে। দীর্ঘ ১ ঘণ্টা ১০ মিনিট আটক থাকার পর আন্দোলনকারীদের পরামর্শে ট্রেন হুইসেল দিয়ে যাওয়ার চেষ্টা করলে আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে ট্রেনে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে। পরে দুপুর ১টা ৪০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
আজ নৌ-পথ অবরোধ কঠোর অবস্থান নেন প্রশাসন। সকাল থেকে নৌ পথ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে ভৈরব নৌ থানা ও ভৈরব থানা। এছাড়াও আন্দোলনে কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে লঞ্চঘাট এলাকায় অবস্থান করেন, উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন, সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী, নৌ-থানা অফিসার ইনচার্জ মো. রাশেদুজ্জামান।
নৌপথ অবরোধের সময় লঞ্চঘাট এলাকায় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ নেতা ইমতিয়াজ আহমেদ কাজল, ছাত্র নেতা মো. শাহরিয়ার ও মুহাম্মদ জুনায়েদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিনের জেলা বাস্তবায়ন আন্দোলনকে বানচাল করতে একটি কুচুক্রিমহল ষড়যন্ত্র শুরু করেছে। ২৭ অক্টোবর সোমবার সাংবাদিকরা একপক্ষের খবর প্রকাশ করেছে। ওই সংবাদে বলা হয়েছে বিক্ষোভকারীরা ট্রেনে পাথর নিক্ষেপ করেছে। যা সম্পূর্ণ মিথ্যা। আন্দোলনকারীদের সামনে রেখে ট্রেন এগিয়ে যেতে চাইলে আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়। এ সময় কিছু দুস্কৃতিকারী ট্রেনে পাথর নিক্ষেপ করে। বক্তারা আরো বলেন, কোন ষড়যন্ত্রই আমাদের জেলা বাস্তবায়ন আন্দোলনকে বন্ধ করতে পারবে না। প্রয়োজনে মাথায় কাফনের কাপড় পড়ে জেলা আন্দোলন করে যাবো।
বক্তারা হুশিয়ারী দিয়ে আরো বলেন, যদি ট্রেনে পাথর নিক্ষেপের মামলার ঘটনায় জেলা আন্দোলনের কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে ভৈরবের সর্বস্তরের মানুষ মাঠে নেমে যাবে। ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনার দায় রেলওয়ে ওসি ও রেলওয়ে স্টেশন মাস্টারকে নিতে হবে।
এদিকে আন্দোলনে যোগদেননি স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতারা। মঙ্গলবার নৌপথ অবরোধ কর্মসূচিতে অর্ধশতাধিক ছাত্র-জনতা অংশগ্রহণ করেছেন। ২৬ অক্টোবর ২ ঘণ্টা সড়কপথ অবরোধ ও ২৭ অক্টোবর রেলপথ অবরোধে ভৈরবের বিএনপি, জামায়াত ইসলাম, ছাত্র শিবিরসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দরাসহ কয়েক হাজার মানুষ উপস্থিত হলেও, ২৮ অক্টোবর নৌপথ অবরোধে কর্মসূচীতে নেতাকর্মীরাসহ দীর্ঘদিনে আন্দোলনে সম্পৃক্ত থাকা বেশিরভাগ মানুষ যোগ দেননি।
গত দুইদিনের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন ভৈরব উপজেলা বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম। কিন্তু আজ তিনি নৌপথ ব্লকেড কর্মসূচিতে যোগ দেননি। তবে তিনি বলেন, ভৈরব জেলার দাবিটি দীর্ঘদিনের। ২৭ অক্টোবর ট্রেনে পাথর নিক্ষেপের মতো অনাকঙ্ক্ষিত ঘটনার বিষয়ে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। ট্রেনে ইট, পাথর নিক্ষেপ করার বিষয়টি দুঃখজনক। উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ আমাদেরকে হেয়প্রতিপন্ন করার জন্য এই জঘন্য কাজটি করেছে। আমি আন্দোলনকারীদের সাথে যোগযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেন শন্তিপূর্ণভাবে জেলা আন্দোলন করা হয়। আজ যোগাযোগ হয়নি বলে তাদের সাথে আন্দোলনে যায়নি।
এ বিষয়ে জেলা বাস্তবায়নের আন্দালনকারী নেতা মো. শাহরিয়ার মোস্তফা বলেন, সোমবার ট্রেনে পাথর নিক্ষেপের বিষয়টি আমরা অস্বীকার করি না। কিন্তু আন্দোলনের সময় রেল লাইনে আন্দোলনকারীদের রেখে ট্রেন হুইসেল দিয়ে চলে যেতে চেষ্টা করলে আন্দোলনকারীরা ট্রেনে পাথর ছুড়ে। এ ঘটনার দায় স্টেশন মাস্টার ও রেলওয়ে ওসিকে নিতে হবে। যদি আন্দোলনকারীদের সামনে রেখে ট্রেন চলে যেতো তাহলে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতো। মামলা দিয়ে আমাদের আন্দোলন দমিয়ে রাখা যাবে না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জেলার দাবী মেনে না নিলে আমরা রেল, নৌ ও সড়ক পথ ব্লকেড করে কঠোর আন্দোলনে যাবো।
এ বিষয়ে নৌ-থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই আন্দোলন শেষ করে জেলা আন্দোলনকারীরা। সকাল থেকেই নৌ থানা পুলিশ ও ভৈরব থানা পুলিশ সদস্যরা নৌ ঘাটে বিশেষ সতর্কতা অবলম্বন করে। তবে নৌ-যান চলাচল স্বাভাবিক ছিলো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শণ করেছি। আন্দোলনকারীরা লঞ্চঘাট এলাকায় অবস্থান নিলেও খুব অল্প সময়ের মধ্যে কর্মসূচি শেষ করে দিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ভৈরব উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছি।