• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাংলাদেশে নানা ভাবে আমাদের সমাজ, রাজনীতি দূষিত হয়েছে এই ধরণের সমস্যা সমাধানের জন্য থেরাপি দরকার ………. অধ্যাপক ড.হারুন রশীদ বাজিতপুর প্রেসক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব খলিলুর রহমান আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি হবে ……. চাকসু জিএস কিশোরগঞ্জে কৃষি বিভাগে কলম বিরতি কর্মসূচী অসহায় নারীর চায়ের দোকান জোরপূর্বক বন্ধ ও লুটপাটের অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ভৈরব উদয়ন স্কুল আমলাপাড়া শাখায় হেমন্ত উৎসব আয়োজন ভৈরব উদয়ন স্কুল নিউটাউন শাখার স্টুডেন্টস্ প্রেজেন্টেশন-ডে আয়োজন ছিনতাইকারীকে অনুরোধ করে মোবাইল ফেরত নিলেন সাংবাদিক, টাকা খোয়ালেন ১৫ হাজার করিমগঞ্জে বিএনপি নেতার বউকে নিয়ে পালালেন যুবক ভৈরবে বিভিন্ন যানবাহনে জেলা বাস্তবায়ন চাই পতাকা সংযুক্ত কর্মসূচি

কিশোরগঞ্জে জামায়াতের অনুষ্ঠানে মতিউর, ‘নভেম্বরে গণভোট চাই আওয়ামী লীগের দোসর ১৪ দল নিষিদ্ধ চাই’

কিশোরগঞ্জে জামায়াতের অনুষ্ঠানে মতিউর
‘নভেম্বরে গণভোট চাই
আওয়ামী লীগের দোসর
১৪ দল নিষিদ্ধ চাই’

# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে প্রধান অতিথি কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, ‘জামায়াতে ইসলামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চায়। কিন্তু এর আগে ৩০ নভেম্বরের মধ্যে গণভোট চায়। জাতীয় পার্টি বলেছে, তারা ও আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে দেওয়া হবে না। এদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। এরা ফ্যাসিবাদের দোসর। আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী সংগঠন। জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের দোসর ১৪ দলকে আইনগতভাবে নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিস্টদের দৃশ্যমান বিচার করতে হবে।’ ২৪ অক্টোবর শুক্রবার সকালে জেলা শিল্পকলা মিলনায়তনে জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত রুকন সম্মেলনে মতিউর রহমান একক বক্তা হিসেবে এসব কথা বলেন।
মতিউর রহমান বলেন, বিএনপি চায় জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে। মানুষ সেদিন কেবল জাতীয় নির্বাচনের প্রার্থীদের কথাই ভাববেন। গণভোট গুরুত্ব হারিয়ে ফেলবে। সেই কারণেই জামায়াত ৩০ নভেম্বরের মধ্যে আগে গণভোট চায়। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছে। এসব কমিশনের ১৬৬টি সংস্কার প্রস্তাব নিয়ে সকল রাজনৈতিক দলের আলোচনা শুরু হয়। প্রথমে বিএনপি সব বিষয়েই দ্বিমত করেছিল। মাঠে নেমে দেখেছে, তাদের জনপ্রিয়তা কমে যাচ্ছে। সেই কারণে ৮৪টি পয়েন্টে একমত হয়েছে। তার মানে, অন্য পয়েন্টগুলো ক্ষমতায় গিয়ে তারা বাস্তবায়ন করবে না। স্বৈচারার ঠেকানোর জন্য প্রস্তাব করা হয়েছিল, একই ব্যক্তি এক সাথে প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলের প্রধান নেতা হতে পারবেন না। বিএনপি তাতে দ্বিমত করেছে। তারা ক্ষমতায় গেলে আবার স্বৈরাচার কায়েম হবে।
মতিউর রহমান আরও বলেন, আমরা নির্বাচনের জন্য লেবেল প্লেয়িং ফিল্ডের কথা বলেছি। প্রশাসনে এখনও ৬০ থেকে ৭০ ভাগ লোক বিএনপির। প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনের তপশিল ঘোষণার পর তিনি নিজে এ বিষয়টি তদারকি করবেন। আমরা আগেও দেখেছি, তদারকির ব্যক্তিরা ঘুমিয়ে থাকেন।
তিনি বলেন, বিএনপি বলছে, জামায়াত অকৃতজ্ঞ। তারা ২০১৮ সালে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে। আসলে তখন একটি জোট থাকার পরও ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি নতুন একটি জোট করেছিল। তখন সিদ্ধান্ত হয়েছিল, জোটের সবাই ধানের শীষ নিয়ে নির্বাচন করবে। মতিউর রহমান বিএনপিকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারে না। আওয়ামী লীগ এবং বিএনপি, জামায়াত যাকেই সমর্থন দেবে, তারাই সরকার গঠন করবে। তখন গোলাম আযম বঙ্গভবনে গিয়ে বিএনপির প্রতি সমর্থন ব্যক্ত করেছিলেন। এর ফলেই বিএনপি সরকার গঠনের সুযোগ পেয়েছিল। কিন্তু জামায়াত তখন কোন মন্ত্রীত্ব গ্রহণ করেনি।
মতিউর রহমান বলেছেন, জামায়াত প্রস্তাব করেছে, সারা দেশের ভোটের আনুপাতিক হারে উচ্চ কক্ষে ১০০ জন সদস্য নির্বাচিত হবেন। বিএনপি বলছে, নিম্নকক্ষের প্রতিনিধিত্বের অনুপাতে উচ্চ কক্ষে সদস্য নির্বাচত হবেন। তাতে বিএনপির সুবিধা হয়। এভাবে স্বৈরাচারের পথ বন্ধ হবে না। তিনি জানিয়েছেন, জামায়াত কয়েকটি ইসলামী দলের সাথে নির্বাচনী জোট করার চেষ্টা করছে। এরাই সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
রুকন সম্মেলনে ৭ শতাধিক রুকন উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে। মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আজিজুল হক, কিশোরগঞ্জ-১ আসনের প্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেক ভূঁইয়া, সাবেক জেলা আমীর মাওলানা তৈয়বুজ্জামান প্রমুখ। জেলা আমীর অধ্যাপক রমজান আলী জেলার ৬টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এর মধ্যে তিনি নিজে কিশোরগঞ্জ-৫ আসনের প্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *