# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের করিমগঞ্জে ছেলের ছুরিকাঘাতে বাবা আব্দুল মালেক (৮০) খুনের ঘটনায় ঘাতক ছেলে আব্দুল আউয়াল বাদলকে (৪০) র্যাব গ্রেপ্তার করেছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানিয়েছেন, বুধবার বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম সড়কের ওপর থেকে বাদলকে কিশোরগঞ্জের র্যাব সদস্যরা স্থানীয় র্যাব সদস্যদের সহায়তায় গ্রেপ্তার করেছেন। পরে বাদলকে করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, করিমগঞ্জ পৌরসভার ব্যাপারি পাড়া এলাকার বাদল মাদকাসক্ত। প্রায়ই তিনি তিন সন্তানের জননী স্ত্রীকে মারধর করতেন। এসব কারণে স্ত্রী বাবার বাড়ি চলে গিয়েছিলেন। বাদল এলাকার মানুষদেরও ওৎপাত করতেন। ফলে বাবা আব্দুল মালেক মামলা দিয়ে বাদলকে কিছুদিন জেল খাটিয়েছেন। কিছুদিন আগে বাদল জেল থেকে বাড়ি আসেন। স্ত্রীও স্বামীর বাড়ি ফিরে আসেন। এসব ঘটনায় ক্ষিপ্ত আব্দুল আউয়াল বাদল ১৭ অক্টোবর সকালে নিজ বাড়িতেই বাবা আব্দুল মালেককে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় আব্দুল মালেককে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখানেই সন্ধ্যায় তিনি মারা যান।
এ ঘটনায় ঘাতক বাদলের ছোট ভাই খোকন মিয়া বাদী হয়ে ১৯ অক্টোবর করিমগঞ্জ থানায় বাদলকে আসামী করে মামলা করেছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ । আজ বৃহস্পতিবার বাদলকে আদালতে সোপর্দ করা হবে বলেও ওসি জানিয়েছেন।