# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে আগুনে ৩ প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ২৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পৌর বাসস্ট্যান্ড দুর্জয় মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আল আমিন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে মাসুম মিয়া নামে এক ব্যবসায়ীর একটি এ্যালমোয়িামের দোকানে আগুনের ধোয়া দেখে স্থানীয়রা প্রতিষ্ঠান মালিক মাসুম মিয়াসহ ফায়ার সার্ভিসকে বিষয়টি অবগত করে। এ আগুন মাসুম মিয়ার আরেকটি ওয়ার্কসপ ও পার্শ্ববর্তী আরেক মালিকের এ্যালমোনিয়াম দোকানে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বন্ধ দোকানগুলোর শাটারের তালা কেটে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া পার্শ্ববর্তী দোকান ব্যবসায়ীরা দোকানে আগুন ছড়িয়ে যাওয়ার ভয়ে দোকান থেকে মালামাল সরিয়ে নেয়ার সময় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হোন।
এ বিষয়ে এ্যালমোনিয়াম দোকান মালিকের ছোট ভাই ওয়াসিম রাশেদ বলেন, খবর পেয়ে দৌঁড়ে এসে দেখি আমার দুই দোকানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস তালা কেটে আগুন নিয়ন্ত্রণে আনেন। আমার প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আল আমিন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তালা কেটে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতির পরিমাণ পরে বলা যাবে।
তিনি আরো বলেন, ইদানিং ভৈরবে বেশ কয়েকটি জায়গায় আগুনের সূত্রপাত হচ্ছে। বেশীরভাগ জায়গা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আমি স্থানীয়দের বলতে চাই যারা ব্যবসায়ী আছেন তারা প্রতিষ্ঠান বন্ধ করার সময় যেন মেইন সুইচ বন্ধ করে যায়। তাহলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত রোধ করা যাবে।