# এম.আর রুবেল :-
শিক্ষিকা ফারজানা আহমেদ সুমনা দম্পত্তির বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই শিক্ষিকা বাংলাদেশ রেলওয়ে স্কুলের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত থাকলেও কিশোরগঞ্জের ভৈরব শহরের বঙ্গবন্ধু সরণি ভৈরব বাজারের প্রবেশমুখে উৎসব গ্যালারি নামক একটি কাপড়ের শোরুম ও বাসস্ট্যান্ড এলাকায় স্বপ্ন আউটলেটের অংশীদার হওয়ার প্রলোভন দেখিয়েই মুলত সাধারণ মানুষ ও উদ্যোক্তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। তিনি কিছু মানুষকে টার্গেট করে প্রথমে গড়ে তোলেন ঘনিষ্ঠ সম্পর্ক। পরে তিনি তার কাপড়ের দোকান ও স্বপ্ন সুপারশপে পুঁজি খাটালে অধিক মুনাফার প্রলোভন দেখান এবং চড়া সুদ দেয়ার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠে এসেছে অনুসন্ধানে। তবে এসব প্রতারণার বিষয়ে যেন কিছুই জানেনা অভিযুক্ত ওই শিক্ষিকা ফারজানা। তার একটাই কথা আদালতে সব প্রমাণ হবে সে যদি মিথ্যা হয়ে থাকেন।
সম্পর্ক প্রথম দিকে ভালো রাখলেও টাকা হাতে পাওয়ার পরই বদলে যায় ওই শিক্ষিকার রূপ। টাকা হাতে নেয়ার কয়েক মাস গেলেই ভুক্তভোগীদেরকে মিথ্যা মামলার হুমকি ও বিভিন্ন মাধ্যমে চাপ সৃষ্টি করা হতো। ওই শিক্ষিকা ফারজানা আহমেদ সুমনার অপকর্মের সহযোগী হিসেবে উঠে এসেছে তার স্বামী শামীম আহমেদ ভূঁইয়ার নামও। স্বামী-স্ত্রীর প্রতারণায় সর্বশান্ত হয়ে পড়েছে বহু পরিবার। ফারজানা আহামেদের গ্রামের বাড়ি আশুগঞ্জ উপজেলার আলমনগর গ্রামে। আর তার স্বামী শামীম আহমেদ ভূঁইয়ার বাড়ি অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া গ্রামে। ফারজানা আহামেদের নানার বাড়ি শহরের ভৈরবপুর গ্রামের জমিরমুন্সির বাড়ি। নানার বাড়ির পরিচয় ও একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ভোক্তভোগীদের উপর প্রভাব বিস্তার করতো নিয়মিত। পটপরিবর্তনের পর তার প্রভাব কিছুটা কমলেও, থেমে নেই তার প্রতারণা।
অনুসন্ধ্যানে জানাগেছে, ওই শিক্ষিকা ভৈরব শহরের চন্ডিবের গ্রামের নারী উদ্যোক্তা নিলুফা জাহান লিপিকে স্বপ্ন আউটলেটের ৩০ শতাংশ অংশীদাদের কথা বলে ব্যবসায়ীক চুক্তির মাধ্যমে ৩০ লক্ষ টাকা নেন। পরবর্তীতে ব্যবসাকে প্রসারিত করার জন্য আরও ৭০/৮০ লক্ষ টাকা সুদের বিনিময়ে হলেও সংগ্রহ করার কথা জানান নারী উদ্যোক্তা লিপিকে। পরে ওই নারী উদ্যোক্তা লিপি বিভিন্ন মানুষের কাছ থেকে সুদের বিনিময়েই শিক্ষিকা ফারজানাকে ৭০ লক্ষ টাকা এনে দেন। এদিকে স্বপ্ন আউটলেটের অংশীদার হিসেবে চুক্তির বিনিময়ে বরকত উল্লাহ নামে এক ব্যক্তির কাছ থেকে নিয়েছেন ১৫ লক্ষ টাকা। স্বপ্ন আউটলেটের অংশীদার হিসেবে নিলুফা জাহান লিপি ও বরকত উল্লাহ নামে দুইজন ব্যক্তির চুক্তিনামায় দেখা যায়, ব্যবসার প্রতিষ্ঠানের ধরণ ‘স্বপ্ন আউটলেট’। নিলুফা জাহান লিপির সঙ্গে চুক্তিতে মুলধন নির্ধারণ করা হয় ১ কোটি টাকা। ৩০ শতাংশ অংশীদারের জন্য তার কাছ থেকে নেয়া হয় ৩০ লক্ষ টাকা এবং বরকত উল্লাহর সঙ্গে চুক্তিতে লেখা হয় ‘স্বপ্ন এক্সপ্রেস’ আউটলেট। এখানে মুলধন দেখানো হয় ৫০ লক্ষ টাকা। ফারজানা আহমেদ ৩৫ লাখের বিনিময়ে ৭০ শতাংশ ও বরকত উল্লাহ ১৫ লক্ষ টাকার বিনিময়ে ৩০ শতাংশ অংশীদার থেকে লাভ-লোকসান সমপরিমান হারে বন্টন করা হবে। তাছাড়া ভৈরবপুর গ্রামের ইসহাক মিয়ার কাছ থেকে ৪ লক্ষ, কমলপুর গ্রামের শাহাদৎ হোসেনের কাছ থেকে ২০ লক্ষ, প্রভাষক শাহ আলম মিয়ার স্ত্রীর কাছ থেকে ৫০ হাজার, পরিবহন শ্রমিক রনি আহমেদের কাছ থেকে ৫০ হাজার টাকাসহ অসংখ্য মানুষের কাছ থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠে। ভৈরব র্যাব ক্যাম্পের সামনে থাকা স্বপ্ন আউটলেটের ভিট মালিক ফয়েজ মিয়াও ভাড়া বাবদ ২৯ লক্ষ টাকা পায় শিক্ষিকা ফারজানা আহমেদের কাছে। এসব সমস্যার কারণে এক সপ্তাহ আগে স্বপ্ন কর্তৃপক্ষ ওই আউটলেটের মালামাল সরিয়ে নিয়ে সিলগালা করে দেন।
ভুক্তভোগী ভৈরবপুর দক্ষিণপাড়া গ্রামের ইসহাক মিয়া বলেন, হাওয়া নামে তার এক বাড়াটিয়া শিক্ষিকা ফারজনা আহমেদের বাসায় কাজ করতো। সে সুবাদেই চেনাজানা, ৫ বছর আগে ব্যবসায় ঝামেলা পড়েছে বলে ১ মাসের জন্য ৫ লক্ষ টাকা ধার দিতে বলেন। এবং ওই শিক্ষিকা বাসার গিয়ে তার সহধর্মিনীর কাছে কান্নাকাটি করলে ৪ লক্ষ টাকা ১ মাসের জন্য ধার দেন। সময়মতো টাকা দিতে না পেরে প্রথম ৪/৫ মাস ৫ হাজার করে টাকা দেন। পরে টাকা দিতে গড়িমসি শুরু করেন। এখনো সে ৪ লক্ষ টাকা ফেরত দেয়নি। জানা ছিলোনা ওই শিক্ষিকা ফারজানা এত বড় প্রতারক। আমার তো সামান্য টাকা। অনেক মানুষের কাছ থেকে যে পরিমান প্রচার টাকা নিছে যা দেখতাছি আর শুনতাছি আমি নিজেই অবাক হয়ে গেছি। আমি চাই যেকোন উপায়ে মানুষে কাছ থেকে নেয়া টাকা পয়সা দেয়া হোক। এসব শিক্ষক নামধারী প্রতারকদের মুখোশ উন্মোচন হলেই সাধারণ মানুষ প্রতারিত কম হবে।
ভুক্তভোগী পরিবহণ শ্রমিক রনি আহমেদ বলেন, রেলওয়ে স্কুলের ফারজানা আহমেদ ও তার স্বামী দুইজনই শিক্ষিত প্রতারক। প্রথমে ভাবিনি এত বড় স্বপ্ন সুপার শপ। ৫০ হাজার টাকা দিতে তাদের তো কোনো সমস্যা হবে না। এটা ভেবে শিক্ষিকার স্বামী শামীম আহমেদকে ৫০ হাজার টাকা ধার দেয়। ওই টাকার বিনিময়ে এক দেড়মাস পর আমার বাসায় গিয়ে মায়ের কাছে দুই হাজার টাকা দিয়ে আসে আর বলে চিন্তা না করার জন্য। ৩ বছর হয়েছে বহুবার বলেও টাকা ফেরত পায়নি। উল্টো তার ভিট মালিকের সাথে ভাড়া নিয়ে সমস্যা হয়েছে। ওই মামলায় আমাকেও আসামি করেছে। মুলত টাকা না দেয়ার জন্যই আমার মতো অনেক ভুক্তভোগীর কাছ থেকে টাকা নেয়ার পর উল্টো জিডি ও মামলা করে ওই শিক্ষিত প্রতারক স্বামী-স্ত্রী।
ভুক্তভোগী নারী উদ্যোক্তা নিলুফা জাহান লিপি অভিযোগ করে বলেন, একই ভবনে বসবাস করার সুবাদে তার সঙ্গে পরিচয় হয় রেলওয়ে স্কুলের সিনিয়র শিক্ষিকা ফারজানা আহমেদ সুমনার। পরিচয়ের এক পর্যায়ে তাকে কবিরাজের কাছে নিয়ে ঝাড়ফুঁক দেয়ার পর শিক্ষিকার প্রতি বিশ্বাস বাড়তে থাকে তার। পরে শিক্ষিকা তাকে ধর্মমেয়ে বানিয়ে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেন। তার বিশ্বাসের সুযোগ নিয়ে প্রথমে তার “উৎসব গ্যালারি” ব্যবসার কথা বলে তার কাছ থেকে আড়াই লাখ টাকার কাপড় নেন, কিন্তু সেই টাকাও ফেরত দেননি। বরং তিনি “স্বপ্ন আউটলেট” নামে একটি নতুন ব্যবসা শুরু করার কথা বলেন ৩০ শতাংশ পার্টনার হওয়ার প্রলোভন দেখান। তার কথায় বিশ্বাস করে প্রবাসী স্বামীর পাঠানো কষ্টের রোজগার পোস্ট অফিসের এফডিআর ভেঙে ১০ লক্ষ টাকা ও স্বর্ণালংকার বিক্রি করে আরও ২০ লক্ষ টাকাসহ মোট ৩০ লক্ষ টাকা ওই শিক্ষিকার হাতে তুলে দেন। এর কিছুদিন পর ব্যবসা সম্প্রসারণের জন্য আরও ৭০ থেকে ৮০ লক্ষ টাকা সুদের বিনিময়ে ম্যানেজ করার কথা বলে এবং আউটলেট চালু হলেই ব্যাংক থেকে এক কোটি টাকা লোন পেলে সব টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। তার মিষ্ট কথায় বিশ্বাস করে ২০২২ সালের জানুয়ারি মাসে বিভিন্ন মানুষের কাছ থেকে সুদের বিনিময়ে আরও ৭০ লক্ষ টাকা এনে দেই তাকে।
কিন্তু কিছুদিন পর জানতে পারি, ফারজানা ও তার স্বামী শামীম আহমেদ ভূঁইয়া ভৈরবের বিভিন্ন মানুষের কাছ থেকেও একইভাবে কোটি টাকারও বেশি টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন। ওই টাকা ফেরত চাওয়ায় তারা উল্টো মিথ্যা মামলা ও হুমকি দিতে শুরু করেন। পরে তাকে টাকা ফেরত দেয়ার আশ্বাস দিয়ে তিন মাস সময় নিয়ে এনআরবিসি ব্যাংকের ৭০ লক্ষ টাকার একটি চেক দেন। ব্যাংকে চেক জমা দিলে দেখা যায় অ্যাকাউন্টে কোনো টাকা নেই। ফলে চেকটি ডিজঅনার হয়। পরবর্তীতে তাকে উকিল নোটিশ পাঠাই এবং কিশোরগঞ্জ আদালতে মামলা দায়ের করি। তিনি বলেন, এসব কারণে কিছুদিন আগে ভৈরব বাসস্ট্যান্ডস্থ স্বপ্ন আউটলেটের মালামাল স্বপ্নের কর্তৃপক্ষ সরিয়ে নিয়ে সিলগালা করে দেয় প্রতিষ্ঠানটি। টাকা চাওয়ায় প্রতারক ফারজানা আমার ছেলের নামেও মিথ্যা মামলা দিয়েছে। বর্তমানে আমি পরিবার নিয়ে ভয় ও অনিশ্চয়তায় রয়েছি। এই প্রতারক শিক্ষিকা ফারজানা আহমেদ ও তার স্বামী শামীম আহমেদ ভূঁইয়ার বিরুদ্ধে দ্রুত তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান প্রশাসনের নিকট।
ভুক্তভোগী লিপি আরও জানান, ফারজানা আহমেদ ও তার স্বামী শামীম আহমেদ ভূঁইয়া যৌথভাবে প্রতারণার মাধ্যমে ভৈরবের বহু মানুষের কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন। প্রতারণা ঢাকতে তারা আগেভাগে বিভিন্ন থানায় “চেক হারানোর জিডি” করে রাখতেন এবং টাকা চাইলে উল্টো মিথ্যা মামলা ও হুমকি দিতেন।
এবিষেয় বাংলাদেশ রেলওয়ে স্কুলের সিনিয়র শিক্ষিকা ফারজানা আহমেদ সুমনার কাপড়ের প্রতিষ্ঠান উৎসব গ্যালারিতে একাধিক বার গিয়েও তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এসব অভিযোগ সবকিছু ভুয়া। যারা অভিযোগ দিয়েছে তাদের সাথে আদালতে দেখা হবে। তারা আমাকে চাপে রেখেছে। আমি কারো কাছ থেকে টাকা নেয়নি। এ বিষয়ে আর কোন কথা বলতে চাইনা। যা কিছু হয় আদালতে হবে।
বাংলাদেশ রেলওয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেন বলেন, ফারজানার বিষয়ে মৌখিক অভিযোগ শুনছি। এটা স্কুল সংক্রান্ত ঘটনা না। ব্যক্তিগত বিষয়। তারপরও চেষ্টা করবো বিভাবে সমাধান করা যায়।
ভৈরব মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার স্বপ্না বেগম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। প্রধান শিক্ষককে ফোন করবো এখনই বিষয়টি দেখার জন্য। স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতির কাছে অভিযোগ দিলেই সবচেয়ে ভালো হবে। তারপরও চেষ্ট করবো আমি।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও স্কুলের সভাপতি শবনম শারমিন বলেন, নিলুফা জাহান লিপি নামে একজন নারী উদ্যোক্তা শিক্ষিকা ফারজানা আহমেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। অভিযোগের পরপরই নির্দেশ দিয়েছি এ বিষয়ে মিটিং কল করা জন্য। যদি তদন্তে দোষী প্রমাণিত হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।