• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরে ডিডিএলজি’র ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ দিকনির্দেশনা প্রদান

# মো. নাঈমুজ্জামান নাঈম :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনার লক্ষে বিভিন্ন ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন, স্থানীয় সরকার বিভাগের কিশোরগঞ্জ জেলার উপ-পরিচালক (উপ-সচিব) জেবুন্নাহার শাম্মী।
১৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিনি উপজেলার রামদী, গোবরিয়া আব্দুল্লাহপুর, সালুয়া ও ফরিদপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদে চলমান জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, সচিব ও সদস্য ও গ্রাম পুলিশদের সঠিকভাবে তথ্য যাচাই-বাছাই করে সময়মতো নিবন্ধন সম্পন্ন করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি নাগরিক সেবা দ্রুত ও সহজলভ্য করতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার।
এছাড়াও উপস্থিত ছিলেন, রামদী ইউনিয়ন পরিষদ প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, সালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোস্তফা কামাল ও ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারকসহ সংশ্লিষ্ট ইউনিয়ন সচিব ও সদস্য এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
স্থানীয় সরকার উপ-পরিচালক জেবুন্নাহার শাম্মী ইউপি চেয়ারম্যান, সচিব ও সদস্য ও গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিক অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং রাষ্ট্রীয় সেবার মৌলিক ভিত্তি। তাই এ কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে হবে।
পরিদর্শন শেষে তিনি ইউনিয়ন পরিষদের অফিস ব্যবস্থাপনা, রেজিস্টার সংরক্ষণ ও জনসাধারণের অভিযোগ নিষ্পত্তির বিষয়েও সন্তুষ্টি প্রকাশ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *