# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা, ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে সমন্বয় সভা ও ল্যাপটপ প্রজেক্টর বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সালমা আক্তার,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আলা উদ্দিন, প্রধান শিক্ষক রেবেকা সুলতানা রত্না, তানিয়া পারভীন প্রমূখ।