# ইশতিয়াক আহমাদ শৈভিক :-
ভৈরব পৌর শহরের ভৈরব বাজার ভূষি পট্টি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এছাড়াও পৌর শহরের কমলপুর এলাকায় অ্যাডভান্স পোল্ট্রি এন্ড ফিস ফিড দোকানেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আজ ২০ মে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নিম্নমানের ও মেয়াদ উত্তীর্ণ পোল্ট্রি ফিড, গো-খাদ্য ও মৎস্য খাদ্য প্রতিষ্ঠানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক, সহকারী মৎস্য কর্মকর্তা মাহাবুব হোসেন।
ভৈরব পৌর শহরের ভূষি পট্টি এলাকার মায়ের দোয়া নামক ভূষির দোকানে মেয়াদ উত্তীর্ণ ১৫ বস্তা মৎস্য খাদ্য জব্দ করা হয়। এ সময় দোকান মালিক নাছির উদ্দিনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও শহরের কমলপুর এলাকার অ্যাডভান্স পোল্ট্রি এন্ড ফিস ফিড দোকানে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক বলেন, ভৈরব বাজারের কিছু অসাধু ব্যবসায়ীরা মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের পোল্ট্রি ফিড, গো-খাদ্য ও মৎস্য খাদ্য নিয়মিত বিক্রি করে আসছে এমন অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ভৈরব বাজারের বিভিন্ন ভূষির দোকান ও কমলপুর এলাকায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন মহোদয়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভৈরব বাজারের মায়ের দোয়া দোকানে ১৫ বস্তা মৎস্য খাদ্য মেয়াদ উত্তীর্ণ পাওয়া যায়। এ সময় দোকানের মালিক নাছির উদ্দিনকে ৬ হাজার টাকা জরিমানাসহ ১৫ বস্তা মৎস্য খাদ্য জব্দ করা হয়। এদিকে কমলপুর এলাকার অ্যাডভান্স পোল্ট্রি এন্ড ফিস ফিড দোকানে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।