# নিজস্ব প্রতিবেদক :-
বগুড়ায় উদীচী শিল্পী গোষ্ঠীর জাতীয় সঙ্গীত পরিবেশনকালে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা উদীচীর আয়োজনে প্রতিবাদী সঙ্গীতানুষ্ঠান হয়েছে। ১৬ মে শুক্রবার সকালে শহরের জেলা সিপিবি কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত সঙ্গীতানুষ্ঠানে গান পরিবেশন করেন জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি সাখাওয়াত হোসেন খান, বেতার-টেলিভিশনের শিল্পী আকিল রহমান, একেএম জসিম উদ্দিন হিরু, জেলা উদীচীর সাধারণ সম্পাদক বাবুল রেজা, শাহজাহান কবীর, সুকান্ত ভট্টাচার্য, হাবিবুর রহমান, আব্দুল কাদির প্রমুখ। এসময় জেলা উদীচীর সাবেক সভাপতি অ্যাডভোকেট নূরুন্নবী বাদলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।