# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী চাষীদের জন্য এক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে বুধবার উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল জলিল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একেএম শাহজাহান কবির, উপজেলা পাট উপ-সহকারী কর্মকর্তা মো. শফিউল আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলিমুল শাহান, মোদাচ্ছিল হায়দার আলমগীর, প্রশিক্ষক এবং স্থানীয় চাষীরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে চাষীদের আধুনিক পদ্ধতিতে পাট ও পাটবীজ উৎপাদন, পরিচর্যা এবং ফলন বাড়ানোর কৌশল সম্পর্কে অবহিত করা হয়।