# মোস্তাফিজ আমিন :-
১লা মে মহান শ্রমিক দিবসে ভৈরবে আলোচনা ও শোভাযাত্রা বের করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। ওইসব কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অঙ্গ-সহযোগী সংগঠন ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা-কর্মীরা অংশ নেন।
দিবসটি উপলক্ষে আজ ১ মে বৃহস্পতিবার সকালে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভৈরব উপজেলা শাখার সভাপতি আব্দুল কাদির মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মো. কবির হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সহ-সভাপতি মো. কামরুল ইসলাম, ভৈরব উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মাওলানা মো. আব্দুল মতিন, সহকারী সেক্রেটারি প্রভাষক শাহ আলম, পৌরসভা জামায়াতের আমীর শাহজাহান সরকার, পৌর শ্রমিক ফেডারেশনের সভাপতি আনসারুল ইসলাম। বাংলাদেশ শ্রমিক ফেডারেশন উপজেলা শাখার সেক্রেটারি উমেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত ওই আলোচনা সভায় এ সময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুববিভাগের পৌর সভাপতি মাহবুবুর রহমান, ১নং ওয়ার্ড সভাপতি প্রভাষক সাইদুর রহমান সাইফ, ৮নং ওয়ার্ড সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রমিকের অধিকার নষ্ট করে কোনো মালিক জান্নাতে যেতে পারবেন না। কারণ মহান আল্লাহ বলেছেন, শ্রমিকের অধিকার হরণকারীদের বিরুদ্ধে কিয়ামত দিবসে তিনি নিজে হবেন বাদী। এছাড়া বিশ^ নবী হযরত মোহাম্মদ (সা.) বলেছেন, শ্রমিকের দেহের ঘাম মুছে যাওয়ার আগে যেনো তার শ্রমের মূল্য পরিশোধ করা হয়।
এ প্রসঙ্গে বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের শাসনভার পেলেই কেবল কোরআন ও সুন্নাহ অনুযায়ী শ্রমিকসহ সকল পেশাজীবির ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। কারণ স্বাধীনতার ৫৪ বছরেও কোনো সরকার শ্রমিকদের অধিকার বাস্তবায়নে সুনির্দিষ্ট কোনো নীতিমালা প্রনয়ণ করেনি।
আলোচনা শেষে ১৮ জন কৃষকের মাঝে কৃষি সরঞ্জাম পাত্লা ও কাচি উপহার দেওয়া হয়। পরে সেখান থেকে বের হওয়া একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক সমূহ প্রদক্ষিণ করে।