# নিজস্ব প্রতিবেদক :-
কারিগরি ছাত্র আন্দোলনের চলমান ৬ দফা দাবিতে গতকাল শনিবার দুপুরে কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের ফটকে ব্যানার টানিয়ে মানববন্ধন করেছেন। কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা ৬ দফা দাবি সংবলিত প্লাকার্ড বহন করেন। এসময় শিক্ষার্থীরা রক্ত দিয়ে হলেও ৬ দফা আদায়ের দাবিতে শ্লোগান দেন। কুমিল্লা পলিটেকনিকের শিক্ষার্থীদের ওপর হামলার বিচারও দাবি করেন। মানববন্ধনে বক্তৃতা করেন তৃতীয় পর্বের ছাত্র কাউসার আহমেদ দূরন্ত, প্রথম পর্বের ছাত্রী পূজা বিশ্বাস, জোনাকি শেখ প্রমুখ। মানববন্ধন চলাকালে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।
৬ দফা দাবির মধ্যে রয়েছে, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল, ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোন বয়সে ভর্তির সুযোগ বাতিল, কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, নিয়ন্ত্রক ও অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করা ইত্যাদি।