# মোস্তাফিজ আমিন :-
ভৈরবে অতিদরিদ্রদের জন্য নেওয়া সরকারের খাদ্যবন্ধব কর্মসূচীর আওতায় চাল বিতরণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার শিমূলকান্দি ইউনিয়নের চাঁনপুর কেন্দ্রের বিতরণ কাজের মাধ্যমে এই উপজেলার কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন।
এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তা রোমানা আফরোজ, ভৈরব প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক মোস্তাফিজ আমিন, শিমূলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া রিপন, ডিলার মো. শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, এই কর্মসূচীর আওতায় উপজেলার ৭টি ইউনিয়নের প্রতিটিতে দুইজন করে মোট ১৪জন সরকার নির্ধারিত ডিলার ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল প্রত্যেক কার্ডধারির মাঝে বিতরণ করবেন। বছরে ৫ মাস, ৫ হাজার ২২জন হতোদরিদ্র জনগণ এই কর্মসূচীর আওতায় চাল পাবেন।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন বলেন, গ্রামের হতদরিদ্রদের খাদ্য সহায়তার আওতায় বাজারমূল্যের সিকিভাগ মূল্যে এই চাল বিতরণ করছে সরকার। এই বিতরণ কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার নির্দেশনা দিয়ে তিনি বলেন, এখানে কোনো অনিয়ম হলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে সংশ্লিষ্টদের।