# মিলাদ হোসেন অপু :-
নারীর দুই হাঁটুতে অভিনব কায়দায় মোড়ানো ছিল ১ কেজি গাঁজা। কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফর্ম থেকে তাকে আটক করে রেলওয়ে থানা পুলিশ। আজ বুধবার (১৯ মার্চ) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃত নারী মাদককারবারি জান্নাতুল ফেরদৌস (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার গোপীনগর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।
এ তথ্য নিশ্চিত করে ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাঈদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলি ট্রেন যোগে এক নারী মাদক নিয়ে আসছে। ১৮ মার্চ সন্ধ্যায় ট্রেনটি স্টেশনে পৌঁছলে তথ্যের ভিত্তিতে সন্দেহজনক ওই নারীকে আটক করা হয়। পরে থানায় এনে নারী পুলিশ দিয়ে তল্লাশি করে তার দুই পায়ের হাঁটুর নিচে বিশেষ কায়দায় সুকৌশলে রক্ষিত এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃত নারীর বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।