# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ১০ দফা দাবিতে মানববন্ধ কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছে। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে। ১৬ মার্চ রোববার দুপুরে জেলা শহরের সৈয়দ নজরুল চত্বরে সংগঠনের জেলা কমিটির সভাপতি আফাজুর রহমান খানের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তাগণ বলেন, শিক্ষকরা দীর্ঘদিন ধরে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করার জন্য আন্দোলন করে আসছেন। ২০২৩ সালে জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ২২ দিন আন্দোলন করার পর তৎকালীন সরকার দাবি মেনে নিলেও বাস্তবায়ন করেনি। পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বিগত সরকারের পতন হয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হলেও বেসরকারি শিক্ষকদের বৈষম্য দূর হয়নি।
তাঁরা বলেন, দেশে ৯৫ ভাগ শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি। এসব প্রতিষ্ঠানে পড়ে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত পরিবারের সন্তানরা। অথচ বেসরকারি স্কুলে মাসিক টিউশন ফি ২০০ টাকা থেকে ৫ হাজার টাকা। আর সরকারি স্কুলে মাত্র ১০ টাকা। বেসরকারি শিক্ষকদের চিকিৎসা ভাতা ৫০০ টাকা, বাড়ি ভাড়া এক হাজার টাকা, আর উৎসব ভাতা ২৫ ভাগ। যা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় অনেক কম। ইএফটি’র মাধ্যমে বেতন চালু হলেও সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের গাফিলতির কারণে অনেক শিক্ষক-কর্মচারীর তিন থেকে চার মাসের বেতন বকেয়া পড়েছে। শিক্ষকরা যেই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামেন, সেই সরকারেরই পতন হয় বলেও বক্তাগণ হুশিয়ারি উচ্চারণ করেন।
১০ দফা দাবির মধ্যে রয়েছে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, ঈদুল ফিতরের পূর্বেই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মত ১০০ ভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান, ইএফটি সমস্যার দ্রুত সমাধান করে বকেয়া বেতন-ভাতা প্রদান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি প্রথা চালু, সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় পেনশন চালু, শিক্ষক নিয়োগ কমিশন গঠন, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি প্রথা বাতিল করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় পরিচালনা করা ইত্যাদি।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাশেম, জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, প্রচার সম্পাদক প্রদীপ কুমার সরকার, কবির উদ্দিন মিলকি, মোবারক হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে শিক্ষকরা মিছিল করে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবরে ১০ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছেন।