বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের মানববন্ধন -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
গার্মেন্ট শ্রমিকসহ সকল সেক্টরের শ্রমিকের ২০ মার্চের মধ্যে বেতন-বোনাস পরিশোধের দাবিতে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ ১৮ মার্চ মঙ্গলবার বিকালে হোসেনপুরের গোবিন্দপুর এলাকায় আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তৃতা করেন শ্রমিক নেতা আলাল মিয়া ও ওবায়দুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, প্রতি ঈদেই শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে মালিক পক্ষ টালবাহানা করে। শ্রমিক পরিবারগুলোতে ঈদের আনন্দ থাকে না। যে কারণে শ্রমিকদের আন্দোলন করতে হয়। এবার যেন তাদের আন্দোলনে নামতে না হয়, সেই কারণে ২০ মার্চের মধ্যে বেতন-বোনাস পরিশোধ করতে হবে।