# মিলাদ হোসেন অপু :-
জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন ািনর্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনা বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে ভৈরব নির্বাচন কমিশন। আজ ১৩ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়ক উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ভৈরব নির্বাচন অফিসার সাদ্দাম হোসেন নোমান, সহকারী অফিসার নির্মল চন্দ্র বিশ্বাস ও কাইয়ুমসহ নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সেবা গ্রহিতারা উপস্থিত ছিলেন।
জানা যায়, গত বুধবার (১২ মার্চ) বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও নির্বাচন কমিশনের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এক সংবাদ সম্মেলনে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচির ঘোষণা দেন। এই কর্মসূচির মূল উদ্দেশ্য, এনআইডি কার্যক্রমকে নির্বাচন কমিশনের অধীনেই রাখা এবং এটি অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের প্রস্তাবের বিরোধিতা করা। নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এনআইডি ও ভোটার তালিকা পরস্পর সম্পৃক্ত।