# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জে প্রনোদনার নতুন জাতের হাইব্রিড ধানের জমিতে আগাম শীষ বেরিয়ে গেছে। এর পেছনে তিনটি কারণ চিহ্নিত করেছেন কৃষি কর্মকর্তা ও বীজ সরবরাহকারী কোম্পানির কর্মকর্তাগণ। বেশি বয়সের চারা রোপন, প্রতি গোছায় একটির জায়গায় তিনটি চারা রোপন, আর বিলম্বিত সেচ ব্যবস্থাপনা। কৃষকরা উৎপাদন নিয়ে শঙ্কিত হলেও কর্মকর্তারা বলছেন, উৎপাদনে প্রভাব পড়বে খুব সামান্যই।
১০ মার্চ সোমবার সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের গাগলাইল ব্লকের মাঠে গিয়ে দেখা গেছে, এলাকার কৃষক নূরুল ইসলাম, সিদ্দিক হোসেন, আব্দুল হাই এবং ইছহাক মিয়া তাঁদের জমিতে লাল তীর কোম্পানির ‘টিয়া’ নামে প্রনোদনার হাইব্রিড ধানের আবাদ করেছেন। নূরুল ইসলাম তিন বিঘা, সিদ্দিক হোসেন ও আব্দুল হাই এক বিঘা করে, আর ইছহাক মিয়া ৪০ শতাংশ জমিতে এই জাতের ধানের আবাদ করেছেন। তাঁরা বলছেন, ব্রিধান-২৯, ব্রিধান-৮৯ সহ উফশী জাতের জমিতে আরও অন্তত দেড়মাস পর শীষ বের হবে। কিন্তু এই হাইব্রিড জমিতে এখনই শীষ বেরিয়ে যাচ্ছে। এতে কৃষকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কৃষকরা বলছেন, প্রতি বিঘা জমিতে উফশী জাতের ধান উৎপাদন হতো ২৫ মণ। কিন্তু হাইব্রিড ‘টিয়া’ ধান বিঘায় ৩০ মণ হবার কথা থাকলেও এখন কী হবে, এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
সোমবার জেলা খামার বাড়িতে গিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ইমরুল কায়েস, সহকারী উপ-পরিচালক (শস্য) মো. শাহীনুল ইসলাম ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালেবের কাছে আগাম শীষ বের হওয়ার বিষয়ে প্রশ্ন করা হয়। তাঁরা বর্ণনা শুনে সেদিনই বিকালে জমিগুলো পরিদর্শনে যান। বিষয়টি জানতে পেরে বীজ সরবরাহকারী প্রতিষ্ঠান লাল তীর কোম্পানির আঞ্চলিক ব্যবস্থাপক ওমর ফারুকও পরদিন মঙ্গলবার এলাকা পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে কৃষি কর্মকর্তা শাহীনুল ইসলাম ও লাল তীরের কর্মকর্তা ওমর ফারুক জানান, অন্যান্য উফশী জাতের ধানের জীবনকাল ১৬০ থেকে ১৬৫ দিন। কিন্তু হাইব্রিড টিয়ার জীবনকাল ১৩৫ থেকে ১৪০ দিন। উফশী ধানের চারা ৩৫ থেকে ৪০ দিন বয়সে রোপন করতে হয়। আর টিয়া ধানের চারা ২১ দিন বয়সে রোপন করার নিয়ম। টিয়া ধানের জীবনকাল ছোট হওয়ার কারণে উফশীর তুলনায় শীষ কিছুদিন আগেই বের হবে। যদিও কৃষকরা বলছেন এক মাসের চারা রোপন করেছেন। কিন্তু কর্মকর্তারা জমি পরিদর্শন করে বললেন, দেড় মাসের চারা রোপন করা হয়েছে। বেশি বয়সের চারা রোপনের কারণে রোপন আর শীষ বের হওয়ার সময়ের ব্যবধানটা বেশি কম মনে হচ্ছে। শীষ একটু আগেভাগেই বেরিয়ে গেছে।
এছাড়া, হাইব্রিড ধান প্রতি গোছায় একটি করে চারা রোপনের নিয়ম। কৃষকরা তিনটি করে চারা রোপন করেছেন। ফলে দ্রুত নতুন নতুন চারা (কুশি) জন্ম নিয়ে জমি বেশি ঘন হয়ে গেছে। তৃতীয়ত, যে এলাকায় টিয়া ধানের আবাদ করা হয়েছে, একই মাঠে অধিকাংশ জমিতে উফশী আবাদ করা হয়েছে। উফশীর চারা রোপন করা হয় ৩৫ থেকে ৪০ দিন বয়সে। যে কারণে ওই মাঠে বিএডিসির গভীর নলকূপের সেচ কার্যক্রমও কিছুটা বিলম্বে শুরু হয়েছে। বিলম্বিত সেচের কারণেও হাইব্রিড রোপন করতে গিয়ে চারার বয়স বেড়ে গিয়েছিল।
কৃষি কর্মকর্তা ও বীজ কোম্পানির কর্মকর্তা জানিয়েছেন, জমিগুলো পরিদর্শনে দেখা গেছে, আগামী দুই সপ্তাহের মধ্যে পুরো জমির শীষ বেরিয়ে যাবে। অল্প কিছু আগাম শীষ বের হলেও ফলনে তেমন বিপর্যয় হবে না। হয়ত উনিশ-বিশ হতে পারে। তবে কৃষকরা যদি নির্দেশনা মোতাবেক আগামীতে টিয়া ধান আবাদ করেন, তাহলে এবার সামান্য যে সমস্যা হয়েছে, তাও হবে না। আরও কয়েকটি উপজেলায় কিছু জমিতে এরকম সমস্যা হয়েছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন। আগামীতে এটা কৃষকদের জন্য একটা অভিজ্ঞতা হিসেবে কাজে লাগবে বলেও কর্মকর্তারা মনে করছেন।
কৃষি কর্মকর্তা শাহীনুল ইসলাম জানিয়েছেন, আগাম শীষ বের হওয়ার বিষয়টি ধান গবেষণা ইনস্টিটিউটকে অবহিত করেছেন। কৃষি গবেষণা ইনস্টিটিউটেও জানাবেন। বেশি বয়সের চারা রোপন করলে সব জাতের ধানেরই ফলন কম হয় বলে তিনি জানিয়েছেন। বেশি বয়সের চারা রোপনের কারণে দেশে বছরে ১১ হাজার কোটি টাকার ধান কম উৎপন্ন হয় বলেও তিনি জানিয়েছেন।