# আব্দুল মালেক, ময়মনসিংহ :-
ময়মনসিংহের গৌরীপুরে লাঙ্গল প্রতীকের প্রার্থী উপজেলা জাতীয়পার্টির সভাপতি শামছুজ্জামান জামালকে সহনাটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ময়মনসিংহ সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল বিচারক পবন চন্দ্র বর্মণ দেয়া আদেশে এ রায় ঘোষণা করা হয়। একই আদেশে নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেলকে বিজিত ঘোষণা করা হয়েছে। ১১ মার্চ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন বিজয়ী প্রার্থী শামছুজ্জামান জামাল।
এ প্রসঙ্গে সালাহ উদ্দিন কাদের রুবেল জানান, এ রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করবেন। এছাড়াও সহনাটি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ৩টি কেন্দ্রের ভোট পুনঃগণনার জন্য উচ্চ আদালতে তিনিও আবেদন করেছেন। সেই বিষয়টিও চলমান রয়েছে।
জানা যায়, উপজেলার সহনাটি ইউনিয়ন পরিষদের নির্বাচন ২০২১ সনের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচনের রির্টানিং অফিসার ও তৎকালীন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. কামাল হোসেন এ ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের প্রার্থী মো. সালাহ উদ্দিন কাদের রুবেলকে ৬ হাজার ২৭৮ ভোটে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিদ্বন্দ্বি প্রার্থী উপজেলা জাতীয়পার্টির সভাপতি শামছুজ্জামান জামালের লাঙ্গল প্রতীকে ৬ হাজার ২৫২ ভোট পান। এছাড়াও চেয়ারম্যান প্রার্থী মো. দুলাল আহমেদ চশমা প্রতীকে ৪ হাজার ৫৪৭ জন, মো. হান্নান হাতপাখা প্রতীকে ৩৯৬ ভোট, আব্দুল মান্নান গোলাপ ফুল প্রতীকে ১৩১ ভোট ও হারুন অর রশিদ ঘোড়া প্রতীকে পান ৬৬ ভোট। এ ইউনিয়নের ২৩ হাজার ১২৩ ভোটের মধ্যে ১৭ হাজার ৯৪০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। যার শতকরা হার ৭৭.৫৯ শতাংশ।
এ ফলাফলের বিরুদ্ধে ময়মনসিংহ সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ভোট পুনঃগণনায় উপজেলা জাতীয়পার্টির সভাপতি শামছুজ্জামান জামালের লাঙ্গল প্রতীকে ৬ হাজার ২২৪ ভোট ও নৌকা প্রতীকের প্রার্থী মো. সালাহ উদ্দিন কাদের রুবেল ৫ হাজার ৯৫৮ ভোট পান। উপজেলার সহনাটি ইউনিয়নের গিধাউষা গ্রামের মৃত ইন্তাজ আলীর পুত্র মো. শামসুজ্জামান জামালকে ২৬৬ ভোট পেয়ে বিজয়ী ঘোষণা করা হয়। ট্রাইব্যুানালের বিচারক পবন চন্দ্র বর্মণ গত ২৮ জানুয়ারি এ আদেশ দেন। এ আদেশে ৩০ দিনের মধ্যে গেজেট প্রকাশসহ শপথ গ্রহণের ব্যবস্থা গ্রহণের জন্য সচিব বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা কে নির্দেশ দেয়া হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফারুক মিয়া জানান, এ ধরণের কোনো আদেশের পত্র এখন পর্যন্ত ১১ মার্চ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত) দপ্তরে আসে নাই। আদেশ পাওয়া গেলে বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগ ব্যবস্থা নিবেন।