# মাহবুবুর রহমান :-
‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় ভোটার দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
রোববার (২ মার্চ) সকালে কটিয়াদী উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: মাঈদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) আকলিমা আক্তার। এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন কটিয়াদী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমর্কতা মো: সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফজাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা যুবদলের আহবায়ক মাহাবুবুল আলম মাসুদ, বীরমুক্তিযোদ্ধা মো: ইসরাঈল মিয়া, কটিয়াদী প্রেস ক্লাবের আহবায়ক ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো।