# রাজন সরকার :-
‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় ভোটার দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে ২ মার্চ রোববার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌরসদর বাজার প্রদক্ষিণ শেষে পরিষদ হল রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ, সাংবাদিক ক.ম. মুহিবুল্লাহ বচ্চন, ছাত্রনেতা আব্দুল্লাহ আল সানী।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহজাহান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শামীম হোসেন, সহকারী নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন মৃধা, পাকুন্দিয়া থানার এসআই মেনহাজ উদ্দিন, হোসেন্দী কলেজের প্রভাষক রেজাউল করিম, সাংবাদিক রাজন সরকারসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।