# মোহাম্মদ খলিলুর রহমান :-
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের বাজিতপুর হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের জমজমাট আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত ১৩৫তম ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান। দুপুরের দিকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবটি শুরু হয়।
স্কুলের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম, জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী, উপজেলা বিএনপির ১নং যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনির, বিএনপির প্রবীণ নেতা মীর জলিল, বাজিতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বাদল, কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য বদরুল আলম শিপু, সাবেক সংসদ সদস্য মরহুম মজিবুর রহমান মঞ্জু সাহেবের সন্তান মোস্তাফিজুর রহমান মামুন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি কায়সার মাহমুদ রিপন, বাজিতপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, নাগরিক কমিটির উপজেলা আহ্বায়ক রাজিব আহমদসহ স্থানীয় রাজনৈতিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশার নেতৃবৃন্দ। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিদ্যালয়টির সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে শুরুতেই ২০২৪ এর জুলাই বিপ্লবে আবু সাঈদের শহীদ হওয়ার মুহুর্তটি অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেন শিক্ষার্থীরা। এছাড়া কুরআন তেলাওয়াত, গীতা পাঠ, বর্ণাঢ্য কুচকাওয়াজ, মশাল প্রজ্জ্বল, গ্রামীণ সংস্কৃতির লাঠি খেলা, বাউল গানের আসর, একক ও দলীয় নৃত্যসহ গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ও সংস্কৃতিগুলো অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেন শিক্ষার্থীরা।
বিদ্যালয়টির প্রাঙ্গন আয়তনে ছোট হওয়ায় অধিকাংশ শিক্ষার্থীরা ভবনগুলোর দ্বিতীয় তলার বারান্দা ও ছাদে বসে অনুষ্ঠানটি উপভোগ করেন।