• শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
প্রবৃদ্ধি প্রকল্পের আওতায় ভৈরব পৌরসভায় আধুনিক সবজি, মাছ, মাংস শেড এবং গণশৌচাগার উদ্বোধন করলেন পৌর প্রশাসক ফিসারি দখল ও হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন ছেলেদের রক্তের ওপর দাঁড়িয়ে পুরনো রাজনীতি করতে দিব না ……… হাসনাত কাইয়ুম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম হয়েছেন পাকুন্দিয়ার রাসেল ভৈরবে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে তাঁতীদলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী ভৈরবে নাশকতা চেষ্টার অভিযোগে একজন আটক, থানায় সোপর্দ ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ভৈরব দিয়ে যান চলাচল বন্ধ, চলেছে ব্যক্তিগত গাড়ি ও রিকশা ভৈরবে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে নানা ভাবে আমাদের সমাজ, রাজনীতি দূষিত হয়েছে এই ধরণের সমস্যা সমাধানের জন্য থেরাপি দরকার ………. অধ্যাপক ড.হারুন রশীদ

মাকে প্রেমের ফাঁদে ফেলে শিশু সন্তানকে অপহরণ, একমাস পর উদ্ধার

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরব থেকে অপহরণকৃত শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ। আজ ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার বৈশর গ্রাম থেকে শিশু সারা মণিকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সাথে জড়িত অপহরণকারী দুলাল মিয়ার স্ত্রী রুনা বেগম (২৫)কে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত শিশুটি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা দড়িচরিয়া কোনা গ্রামের রসিদ মিয়ার আড়াই বছরের কন্যা সন্তান সারা মণি। এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি সরাইল উপজেলার সুরা বাড়ির দুদু মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৮)। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী।
থানা পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, অপহরণকারী দুলাল একজন লম্পট প্রকৃতির লোক। দুলালের একাধিক স্ত্রী ও প্রেমিকা রয়েছে। সে ঢাকা কমলাপুরে বাদাম বিক্রি করে। শিশু সারা মণির মা ঋতু বেগমের সাথেও অপহরণকারী দুলাল মিয়ার রয়েছে পরকিয়া সম্পর্ক। তাঁরা দীর্ঘদিন ধরে পরকিয়ায় লিপ্ত। ঋতু বেগম কটিয়াদী চরিপাড়া একটি বয়লারে কাজ করে। ঋতুর কাছে দুলালের নিয়মিত আসা যাওয়া ছিল। সেই সুবাদে ভাল টাকার বেতনের চাকরি দেয়ার কথা বলে ভৈরবে নিয়ে আসে ঋতু ও তার শিশু সন্তানকে। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার রাতে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় ১টি চায়ের দোকানে ঋতু বেগমকে বসিয়ে তার শিশু সন্তান সারা মণিকে চিপস কিনে দেয়ার কথা বলে শিশুটিকে নিয়ে পালিয়ে যায় অপহরণকারী দুলাল মিয়া। ওই দিন রাতেই ভৈরব থানায় একটি অপহরণের সাধারণ ডায়েরী করে মা ঋতু বেগম। অভিযোগ পাওয়ার পর থানা পুলিশের সহযোগিতায় ১ মাসের বেশি সময় নিয়ে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে তথ্য প্রযুক্তির মাধ্যমে ভৈরব থানার এসআই এমদাদুল কবির, শাহাদত হোসেন ও ফরিদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে শিশুটির স্বজনদের সহায়তায় উদ্ধার করে। এ ঘটনায় শিশু সারা মনির নানি সাহেদা বেগম অপহরণকারী দুলাল মিয়াকে প্রধান আসামি করে ভৈরব থানায় একটি মামলা দায়ের করে। মামলায় তার সহধর্মিণী রুনা বেগম ও শিশুটিকে কিনে রাখা নারী মাজেদা বেগমকেসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে শিশুটির নানি সাহেদা বেগম বলেন, আমার নাতনিকে ৩ মাসের রেখে তার বাবা রসিদ মিয়া তার মাকে ছেড়ে চলে যায়। আমি বাড়ি বাড়ি কাপড় বিক্রি করে নাতনি ও মেয়ের খরচ জোগায়। আমার মেয়েকে ভাল কাজ দেয়ার কথা বলে ফুসলিয়ে ভৈরবে এনে আমার নাতনিকে অপহরণ করে দুলাল। দুলালের ব্যবহৃত টিকটক আইডি থেকে ছবি সংগ্রহ করে ও আমাদের কটিয়াদী পৌর কাউন্সিলর জাকির হোসেন এবং ভৈরব থানা পুলিশের সহযোগিতায় আমার নাতনিকে উদ্ধার করি। আমি অপহরণকারী দুলালসহ জড়িত সবার শাস্তি কামনা করি।
এ বিষয়ে কটিয়াদী ৫নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন বলেন, দুলাল তার এলাকায় আধিপত্য বিস্তার করে রেখেছে। স্থানীয়রা তার ভয়ে কথা বলে না। আমি ব্যক্তিগত কৌশল অবলম্বন করে তার বাড়ির ঠিকানা ও আত্মীয় স্বজনের সন্ধান খোঁজে বের করে পুলিশকে সহযোগিতা করি।
এ বিষয়ে অভিযুক্ত দুলালের স্ত্রী রুনা বেগম বলেন, ১ মাস আগে শিশুটিকে নিয়ে আসে আমার স্বামী। সে জানায় শিশুটির মা বাবা কেউ নেয়। আমি ১০ দিনের মতো শিশুটিকে লালন পালন করি। পরে আমার স্বামী তার বোনের সহযোগিতায় ৬৫ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করে দেয়।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রথমে আশুগঞ্জে পরে সেখান থেকে দুলালের বোন ও তার স্ত্রীকে নিয়ে গিয়ে বৈশর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুলালের স্ত্রী রুনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *